ভ্যানগার্ড ডেস্ক
নির্বাচন কমিশনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে পার্বত্য চট্টগ্রামের ২২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন।
গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর ২০২১) রাজধানীর আগারগাঁওতে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর এ তফসিল ঘোষণা করেন। তৃতীয় ধাপের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ২৮ নভেম্বর দেশের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিন পার্বত্য জেলার ২২টি ইউনিয়ন পরিষদও রয়েছে।
তিন পার্বত্য জেলার ২২টি ইউনিয়নের মধ্যে খাগড়াছড়ি জেলায় ৭টি, রাঙ্গামাটি জেলায় ৭টি এবং বান্দরবান জেলার ৮টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হবে নির্বাচন।
খাগড়াছড়ি জেলায় যেসব ইউনিয়ন পরিষদ্গুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হল- দীঘিনালা উপজেলার মেরুং, কবাখালী ও বোয়ালখালী ইউনিয়ন। মহালছড়ি উপজেলার মহালছড়ি সদর, মাইসছড়ি, ক্যায়াংঘাট ও মুবাছড়ি ইউনিয়ন।
রাঙ্গামাটি জেলার যেসব ইউনিয়ন পরিষদ্গুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হল- রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি, গাইন্দ্যা ও বাঙ্গালহালিয়া ইউনিয়ন। কাউখালী উপজেলার বেতবুনিয়া, ফটিকছড়ি, ঘাগড়া ও কমলপতি ইউনিয়ন।
বান্দরবান জেলার যেসব ইউনিয়ন পরিষদ্গুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হল- আলীকদম সদর, চৈক্ষ্যং, নোয়াপাড়া ও কুরুপপাতা ইউনিয়ন। রুমা উপজেলার রুমা সদর, পাইন্দু, গ্যালেঙ্গা ও রেমাখ্রী প্রাংসা ইউনিয়ন।
বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর জানান, তফসিল অনুযায়ী, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। এছাড়াও ১০টি পৌরসভায় একই দিনে ভোট হবে বলে জানান ইসি সচিব। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় একই রকম রয়েছে।
উল্লেখ্য, ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোট হবে। এবার তৃতীয় ধাপের এক হাজারের অধিক ইউপিতে ভোট নেওয়া হবে।