সিএইচটি ভ্যানগার্ড, মহালছড়ি

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে জুম্মদের ভূমি বেদখল করে সেটেলার বাঙালিদের ঘর নির্মাণ করার সংবাদ পাওয়া গিয়েছে। ৩নং ওয়ার্ডের মানিকছড়ি ও নুনছড়ির মধ্যবর্তী স্থানে জুম্মদের ভোগ দখলীয় ৫ একর ভূমি বেদখল করে এ ঘরগুলো নির্মাণ করা হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর একই এলাকায় সেটেলার বাঙালিরা জুম্মদের জায়গাগুলোতে তিনটি ঘর নির্মাণ করে। একই দিন উক্ত ঘরগুলো জয়সেন পাড়ার স্থানীয় জুম্মরা ভেঙ্গে দেয়। এর পরদিন ১৮ সেপ্টেম্বর সেটেলার বাঙালি ও জুম্মদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। পরে উক্ত এলাকায় সেনাবাহিনীরা অবস্থান করে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠে। কিন্তু
কিন্তু গতকাল ৫ অক্টোবর ও আজ ৬ অক্টোবর ২০২১ এই দুই দিনে মাইসছড়ি ইউনিয়নের যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম ওরফে জহির (৪০), পিতা- বাদশা মিঞা, তার সহযোগী আজিজ মেম্বার ও আনোয়ারের নেতৃত্বে পাকুজ্যাছড়ি গুচ্ছগ্রামের একদল সেটেলার বাঙালি উক্ত জায়গাটি বেদখল করে সেখানে অন্তত ২৫টি ঘর নির্মাণ করেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
উক্ত জায়গার ভোগদখলীয় মালিকরা হলেন-১. মনো রঞ্জন চাকমা, পিতা- কমলধন চাকমা, ২. কিনাচান চাকমা, পিতা- কমল ধন চাকমাা, ৩. পেন্ডেলা চাকমা, স্বামী- মৃত কৃষ্ণ কুমার চাকমা, ৪. নিবারণ চাকমা, পিতা- দীন মোহন চাকমা ও ৫. শান্তনা চাকমা, স্বামী-মৃত উপেন্দ্র চাকমা।