সিএইচটি ভ্যানগার্ড, লংগদু

রাঙ্গামাটির লংগদুতে অস্ত্রসহ ইউপিডিএফ’র (প্রসীত) এক সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃত ব্যক্তির নাম কমল ধন চাকমা (৪০) ঔরফে চূড়ান্ত চাকমা। সে লংগদু উপজেলার লংগদু সদর ইউনিয়নের মধ্যম হারিখাবা গ্রামের সুরেশ চাকমার ছেলে।
জানা যায়, গতকাল (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধনপুদি বাজার এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। পরে একটি দোকান থেকে কমল ধন চাকমাকে আটক করে যৌথবাহিনী। এসময় তাঁর কাছ থেকে একটি দেশী পিস্তল, ৪ রাউন্ড এ্যামুনিশন, ৪টি মোবাইল ফোন, নগদ দশ হাজার টাকা ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়।
লংগদু থানার অফিসার ইনচার্জ(ওসি) আরিফুল আমিন জানান, আটককৃত কমল ধন চাকমা ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সশস্ত্র শাখার কর্মী এবং বর্তমানে তিনি ধনপুদি, মনপুদি ও হারিখাবা এলাকায় চাঁদা সংগ্রহের সাথে সম্পৃক্ত বলে জানা যায়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে ও রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।
ইউপিডিএফ’র (প্রসীত) অন্যতম সংগঠক অংগ্য মারমা বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। তবে আটক কমল ধন চাকমা আমাদের সাবেক কর্মী। বর্তমানে আমাদের সংগঠনের সাথে জড়িত নয়।