সিএইচটি ভ্যানগার্ড, জুরাছড়ি
রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার কুকিমারা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির এক সশস্ত্র গ্রুপের কমান্ডারকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। আটককৃত ব্যক্তির নাম অমল কান্তি চাকমা (৩৯)।
জানা যায়, আজ ২২ আগস্ট ২০২১ সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী অভিযান চালায়। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি ঠের পেয়ে গুলি বর্ষণ করে সন্ত্রাসীরা। এতে নিরাপত্তাবাহিনীও পালটা গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীরা পেরে উঠতে না পেরে আস্তানা ছেড়ে পালিয়ে যায়।
এরপর নিরাপত্তাবাহিনী উক্ত আস্তানায় তল্লাশি করে ১টি এসএমজি (AK-47), ১টি এসএমজির ম্যাগজিন, ২০ রাউন্ড এসএমজির এ্যামুনিশন; ১টি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগজিন, ১০ রাউন্ড পিস্তলের এ্যামুনিশন; ৪টি দা, ১টি ছুরি, ১টি ওয়াকিটকি সেট, ২ জোড়া ইউনিফর্ম, ৫টি কম্বল, ১টি টুপি, ৪টি মোবাইলসহ সন্ত্রাসীদের ব্যবহার্য বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। উক্ত আস্তানা থেকে সন্ত্রাসী দলের কমান্ডার অমল কান্তি চাকমা নামে এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তাবাহিনী।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত ব্যক্তি, অস্ত্র ও উদ্ধারকৃত বিভিন্ন সরঞ্জামাদি থানায় হস্তান্তরের বিষয়ে জানা যায়নি।