সিএইচটি ভ্যানগার্ড, মহালছড়ি

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ির রবি চন্দ্র কার্বারী পাড়ায় সেটেলার বাঙালি কর্তৃক ৯ম শ্রেণীতে পড়ুয়া এক জুম্ম স্কুল ছাত্রীকে(১৫) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার(৩০ জুলাই ২০২১) দুপুর ২টার সময় এ ঘটনাটি ঘটে বলে জানা যায়।
স্থানীয় সূত্র মতে জানা যায়, গতকাল পরিবারের লোকজন জুমে কাজ করতে যায় এবং কিশোরীকে রান্নাবান্না করার জন্য বাড়িতে রেখে যাওয়া হয়। এ সময় মোঃ সাঈদ (২৮) নামে এক সেটেলার বাঙালি কিশোরীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এতে ভিকটিম জুম্ম ছাত্রীটি ধস্তাধস্তির পর কোনরকম পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযুক্ত মোঃ সাঈদ মাইসছড়ি বাজার এলাকার বাদশা মিয়ার ছেলে। তার বড় ভাই মাইসছড়ি বাজারে একজন প্রভাবশালী ব্যবসায়ী বলে জানা গেছে।
এ ব্যাপারে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ ঘটনার সত্যটা স্বীকার করেছেন। এবং আজ ৩১ জুলাই বিকেল ৩টার সময় ভিকটিম ও ভিকটিমের বাবা থানায় এসে মোঃ সাঈদের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা করেন।