ভ্যানগার্ড ডেস্ক
খাগড়াছড়ির পানছড়িতে সেটেলার বাঙালি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন পূজগাং প্রজ্ঞা সাধনা বন বিহারের বিহার অধ্যক্ষ অগ্রজ্যোতি ভিক্ষু।
জানা যায় ভোররাত (৩১মে ২০২১) আনুমানিক ১টার দিকে ৫/৬ জনের একদল সেটেলার বাঙালি দুর্বৃত্ত পূজগাং প্রজ্ঞা সাধনা বন বিহারে চুরির উদ্দেশ্যে হানা দেয়। অগ্রজ্যোতি ভিক্ষু ঠের পেয়ে তাদের বাঁধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং রড দিয়ে আঘাত করে। এতে অগ্রজ্যোতি ভিক্ষু মাথায়, পেটে ও শরীরের বিভিন্ন স্থানে জখম হন।
স্থানীয়রা খবর পেয়ে আহত অবস্থায় পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
জানা যায় বিহার থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করেছে দুর্বৃত্তরা। এছাড়াও বিহারের জমি বেদখলের উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলে স্থানীয়রা জানাচ্ছেন।