প্রথমবারের মতো আদিবাসী স্বরাষ্ট্রমন্ত্রী পেল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

ভ্যানগার্ড ডেস্ক

আদিবাসীদের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন নিউ মেক্সিকোর লাগুনা পুয়েবলো জাতির সদস্য ডেব হাল্যান্ড। ছবি : রয়টার্স

আদিবাসীদের মধ্য থেকে প্রথমবারের মতো স্বরাষ্ট্রমন্ত্রী পেল যুক্তরাষ্ট্র। এক ঐতিহাসিক ভোটাভুটিতে নিউ মেক্সিকোর লাগুনা পুয়েবলো জাতির সদস্য ডেব হাল্যান্ডকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিল মার্কিন সিনেট।

সোমবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ভোটাভুটিতে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এই ডেমোক্র্যাট সদস্যের মনোনয়ন নিশ্চিত হয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এই প্রথম আদিবাসী কোনও আমেরিকান দেশটির একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনা করবেন। এর মাধ্যমে তিনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রেসিডেন্ট জো বাইডেনের লড়াই পরিকল্পনায় একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন।

সিনেটের সদস্যদের মধ্যে ৫১ জন হাল্যান্ডের মনোনয়নের প্রতি সমর্থন দেন ও বিপক্ষে ছিলেন ৪০ জন। সিনেটের বেশ কয়েকজন রিপাবলিকান সদস্যও তাঁর পক্ষে ভোট দিয়েছেন। তাদের মধ্যে সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহাম, আলাস্কার সিনেটর লিসা মুরকোওস্কি ও ড্যান সালিভান এবং মেইনের সিনেটর সুজান কলিন্স অন্যতম।

২০১৮ সালে প্রথমবারের মতো যে দুজন আদিবাসী নারী নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রে কংগ্রেসের সদস্য হয়েছেন হাল্যান্ড তাদের একজন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর নিয়োগের পক্ষে কয়েক সপ্তাহ ধরে প্রচারণা চালিয়েছে আদিবাসী আমেরিকান জাতিগুলো ও পরিবেশবাদী গোষ্ঠীগুলো।

গত মাসে দুই দিনব্যাপী এক শুনানিতে রিপাবলিকান আইনপ্রণেতারা তাঁর নিয়োগের বিরোধিতা করেছিল। তেল পাইপলাইন প্রতিবাদে তাঁর অংশগ্রহণ, জলবায়ু পরিকল্পনা ‘গ্রিন নিউ ডিল’-এর প্রতি তাঁর সমর্থন ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের একটি খনন ইজারা স্থগিত রাখার বাইডেন প্রশাসনের সিদ্ধান্ত, এসব প্রসঙ্গ তুলে তাঁর তীব্র সমালোচনা করেছিলেন ওই রিপাবলিকান আইনপ্রণেতারা।

খবর এনটিভি’র

Tags: ,

এই সম্পর্কিত আরও পোস্ট

নাইজারে বন্দুকধারীদের গুলিতে নিহত ৫৮
পিসিপি মেরুং ইউনিয়ন কমিটিগুলোর যৌথ সম্মেলন সম্পন্ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu