ভ্যানগার্ড ডেস্ক
খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ মেরুং ইউনিয়ন উত্তর শাখা কমিটি, মেরুং ইউনিয়ন দক্ষিণ শাখা কমিটি ও মেরুং ইউনিয়ন আঞ্চলিক কমিটি’র যৌথ সম্মেলন সম্পন্ন হয়েছে।
আজ ১২ই মার্চ ২০২১, শুক্রবার সকাল ১০ঘটিকার সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র দীঘিনালা থানা শাখা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে পাহাড়ী ছাত্র পরিষদ দীঘিনালা থানা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক রিংকু চাকমার সঞ্চালনায় ও পাহাড়ী ছাত্র পরিষদ দীঘিনালা থানা শাখার সংগ্রামী সভাপতি মৃণাল চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র দীঘিনালা থানা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা সমীর চাকমা। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক প্রতিভাস চাকমা। এছাড়াও পাহাড়ী ছাত্র পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের শুরুতে এমএনলারমা সহ আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মবলিদানকারী সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা প্রথমে সুদীর্ঘ চাকমাকে স্মরণ করে বলেন, আজ পাহাড়ী ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুদীর্ঘ চাকমা, দীঘিনালা ডিগ্রী কলেজ শাখার সভাপতি সুখেন চাকমা, রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার সভাপতি গুনেন্টু চাকমা ও যুব নেতা জীবন চাকমা ৮ম মৃত্যুবার্ষিকী। ২০১৩সালের এই দিনে লংগদুতে বিভেদপন্থীদের বুলেটের আঘাতে তারা নির্মমভাবে শহীদ হন। তাদের এই বলিদান যাহাতে ছাত্র সমাজ ভুলে না যায়।
বক্তারা আরও বলেন, একটি গাড়ি-বাড়ি যেমন বিভিন্ন পার্ট দিয়ে স্বয়ংসম্পূর্ণ হয় তেমনি ছাত্র, যুব ও মহিলাদের সমন্বয়েই একটি পার্টি মজবুত হয়। সুতরাং সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের লড়াই সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান। জনগণ হচ্ছে মহাসমুদ্র আর পার্টি কর্মীরা হচ্ছে মাছ, তাই জনগণের সুখ-দুঃখের সাথী হয়ে পাশে থাকার আহ্বান জানানো হয়।
নবগঠিত কমিটিগুলোকে শপথ বাক্য পাঠ করান পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক প্রতিভাস চাকমা।