ভ্যানগার্ড ডেস্ক
গতকাল সোমবার রাত (০৮ ফেব্রুয়ারি ২০২১) আনুমানিক ১১ টার সময় খাগড়াছড়ি জেলা শহরের কলেজ পাড়া এলাকায় এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে মাওশ্রীজিতা দেওয়ান (৩৪) নামে এক কলেজ শিক্ষিকার মৃত্যু হয়েছে।
তিনি খাগড়াছড়ি সিনিয়র আলিম মাদ্রাসা’র বাংলা প্রভাষক ও খাগড়াছড়ি সরকারি কলেজের (বাংলা বিভাগ) খন্ডকালীন শিক্ষিকা হিসেবে নিয়োজিত ছিলেন। জানা যায় প্রায় এক ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয়। তবে অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি।
ঘটনার সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হন পার্বত্য চট্টগ্রাম মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা। তাঁর মৃত্যুতে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাননীয় এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ বিভিন্ন সুশীল সমাজ শোক জানিয়েছে।
তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, খাগড়াছড়ি সরকারি কলেজ কমিটি’র সভাপতি পিন্টু চাকমা’র স্বাক্ষরিত এক শোকবার্তায় গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে পিসিপি। সকালে তাঁর মৃতদেহে শ্রদ্ধাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, খাগড়াছড়ি সরকারি কলেজ কমিটি।
দুই বোন এক ভাইয়ের মধ্যে মাওশ্রীজিতা দেওয়ান দ্বিতীয়। তার বাবা জানান, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। আগুন ছড়িয়ে যাওয়ায় মাওশ্রীজিতা বের হতে পারেননি। খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।