সিএইচটি ভেনগার্ড, পানছড়ি
খাগড়াছড়ি জেলার পানছড়ির লতিবান ইউনিয়নে অরুন চাকমা(৩২) নামে এক যুবককে জিম্মি করে ১লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে প্রসীতপন্থী ইউপিডিএফের বিরুদ্ধে।
স্থানীয় তথ্যমতে জানা যায়, গত ২৮ডিসেম্বর ২০২০ ইং সোমবার রাত আনুমানিক ৯টার দিকে অরুন চাকমার বাড়ি উত্তর নালকাটাতে অপহরণের উদ্দেশ্যে হানা দেয় প্রসীতপন্থী ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা। সংবাদ পেয়ে অরুন চাকমা বাড়ি থেকে পালিয়ে যায়। অরুন চাকমার কোন দোষত্রুটি না থাকায় ২৯ডিসেম্বর ২০২০ইং মঙ্গলবার সকালে আত্মীয়স্বজন ও গ্রামের কার্বারী মুরুব্বি সমেত প্রসীতপন্থী ইউপিডিএফের সদস্যদের সাথে দেখা করতে গেলে সেখানেই জিম্মি করে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা অরুন চাকমার উপর জেএসএস ও গণতান্ত্রিক ইউপিডিএফের সাথে যোগাযোগের অভিযোগ তুলে এবং ৫লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। পরে ২৯ ডিসেম্বর বিকালে ১লক্ষ টাকার মুক্তিপণ নিয়ে সন্ত্রাসীরা অরুন চাকমাকে ছেড়ে দেয় বলে জানা যায়।
জানা যায় অরুন চাকমা দীর্ঘদিন যাবত চট্টগ্রামের শিল্পকারখানায় কর্মরত ছিলেন। বিশ্বব্যাপী করোনার মহামারী ছড়িয়ে পড়লে চাকরি ছেড়ে তিনি বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। চাকরি করে জমানো টাকা দিয়ে কর্মসংস্থান করার পরিকল্পনা করলেও মুক্তিপণের কারণে তাদের পরিবার অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে বলে জানা গেছে।