ভেনগার্ড ডেস্ক
বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিনিয়ত বেড়ে চলেছে বলে অভিযোগ তুলেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। ধর্ম অবমাননার অভিযোগ তুলে প্রতিদিন দেশের কোননা কোন স্থানে সংখ্যালঘুদের বাড়িতে সাম্প্রদায়িক হামলা, লুটপাটের মত ঘটনা ঘটানো হচ্ছে বলে ঐক্য পরিষদের নেতারা অভিযোগ করেছেন। গতকাল শনিবার সকালে চট্টগ্রামে নিউ মার্কেট মোড়ে সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধের দাবীতে অবরোধ ও বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ তুলেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত। এসব সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধ না হলে ঢাকা অভিমূখে লং মার্চের মত কর্মসূচি পালন করা হবে বলে সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
সমাবেশে যুব ঐক্য পরিষদ, চট্টগ্রাম জেলা আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ, মাইনরিটি ওয়াচ, জলদাস ফেডারেশন, হিন্দু ডক্টরস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বৌদ্ধ সমিতি, সনাতন বিদ্যার্থী সংসদ, শারদাঞ্জলি ফোরাম, হিন্দু মহাজোটসহ অর্ধশতাধিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে সংহতি জানিয়ে সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় ধর্মের কথা বলে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা হচ্ছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হওয়া বাংলাদেশে আমরা এটা কল্পনাও করতে পারি না।’
ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ‘ধর্ম অবমাননার কথিত অভিযোগ তুলে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে, মঠমন্দিরে হামলা করা হচ্ছে। শুধু সংখ্যালঘুদের ওপরই নয়, অতিসম্প্রতি আমরা দেখেছি, কথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে লালমনিরহাটে একজন ধর্মপ্রাণ মুসলমানকেও হত্যা করে পুড়িয়ে ফেলা হয়েছে।’
তিনি বলেন, ‘সংখ্যালঘুদের প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। কিন্তু তাঁর দলের ভেতরেও দল আছে। সরকারকে বলব, অবিলম্বে এই হামলা, গুজব, মিথ্যা অভিযোগ প্রতিরোধ করুন। এরই মধ্যে সংঘটিত হামলা-অগ্নিসংযোগের তদন্ত করুন, দায়ীদের বিচার করুন। মিথ্যা মামলায় যাঁরা জেলে আছেন তাঁদের মুক্তি দিন। না হলে অস্তিত্ব রক্ষায় আমাদের আরো কঠোর কর্মসূচি দিতে হবে।
ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি পরিমল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড. জীনবোধি ভিক্ষু, চট্টগ্রাম উত্তরের সভাপতি রনজিৎ দে, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক শ্যামল কুমার পালিত, নিতাই প্রসাদ ঘোষ, চন্দন তালুকদার, তপন কান্তি দাশ, রুবেল পাল প্রমুখ।
এছাড়াও ঢাকা, ফরিদপুর, বাঘেরহাট, সাতক্ষীরা, ঝালকাঠি, শেরপুর,খুলনা, ডামরাই, যশোর, চন্দনাইশসহ সারাদেশে একই দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বিভিন্ন ধর্মীয় সংগঠন।