সিএইচটি ভ্যানগার্ড, খাগড়াছড়ি

সারাদেশে অব্যাহত নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে খাগড়াছড়ি মশাল মিছিল করেছে পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা ও হিল উইমেন্স ফেডারেশন।
আজ ১২ই মার্চ ২০২৫ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খাগড়াছড়ি শহরের মহাজন পাড়াস্থ সূর্যশিখা ক্লাব প্রাঙ্গণ হতে মশাল মিছিল শুরু হয়ে শাপলা চত্বর ঘুরে এসে চেঙ্গী স্কোয়ারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এ মিছিল শেষ হয়।

মিছিল থেকে ধর্ষকদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল তা আজ ভুলন্ঠিত হয়েছে বলে বক্তারা মন্তব্য করেন। আজকে ছোট্ট শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধাও আজ নিরাপদে নেই। নারীদের প্রতি বৈষম্য করা হচ্ছে। এর দায় অন্তর্বর্তীকালীন সরকারের, এই সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার যদি ধর্ষকদের বিচার করতে না পারে তাহলে আগামীতে জনতা আইন হাতে তুলে নেবে বলেও মিছিল থেকে হুশিয়ারি উচ্চারণ করা হয়।

বক্তারা আরো বলেন, এযাবতকালের ধর্ষণের কোন সুষ্ঠু বিচার না হওয়া এবং গ্রেফতার করা হলেও তার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে ধর্ষকরা উৎসাহ পাচ্ছে। সুতরাং দেশে এই বিচারহীন সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে দেশে অরাজক পরিস্থিতি জারি থাকবে। দেশে শুধু নারীরা নয় আজকে প্রতিনিয়ত চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানিসহ দেশে কোন নাগরিকের জানমালের নিরাপত্তা নেই। তাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে গদি ছেড়ে দেওয়ারও আহ্ববান জানানো হয়।
মিছিলে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য নৈতিকা দেওয়ান, পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজন চাকমা ঝিমিট ও সভাপতিত্ব করেন পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মৃনাল চাকমা।