নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহালের দাবীতে আয়োজিত কর্মসূচিতে হামলার প্রতিবাদে আদিবাসী শ্রমজীবি-জনতার ব্যানারে আশুলিয়া, সাভারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৩টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে জীবিকা নির্বাহের জন্য আশুলিয়া এলাকায় বসবাসকারী আদিবাসী জনগণ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ পরবর্তীতে আশুলিয়া প্রেসক্লাবের সম্মুখে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আদিবাসী ছাত্র নেতা এলটন চাকমার সঞ্চালনায় এবং আনন্দ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন আদিবাসী যুব নেতা শান্ত চাকমা, সামাজিক নেতা রতন চাকমা প্রমুখ।
সমাবেশ থেকে ৭ দফা দাবী তুলে ধরা হয়।
দাবীসমূহঃ ১। পাহাড় ও সমতলে বসবাসরত আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে;
২। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে আদিবাসীদের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে;
৩। আদিবাসীদের নিজ মাতৃভাষায় শিক্ষার সুযোগ দিতে হবে;
৪। আদিবাসীদের জন্য পৃঠক মন্ত্রণালয় গঠন করতে হবে;
৫। সমতলে আদিবাসীদের পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে;
৬। আদিবাসীদের কৃষ্টি-সংস্কৃতি-প্রথা-ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশের উদ্যোগ নিতে হবে; এবং
৭। পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন করতে হবে।
উল্লেখ্য গত ১২ জানুয়ারি স্টুডেন্টস ফর সভারেন্টি নামের উগ্র সাম্প্রদায়িক সংগঠনের দাবির মুখে এনসিটিবি কর্তৃক নবম-দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পিছনের প্রচ্ছদ থেকে জুলাই অভভুত্থানের প্রতিনিধিত্বকারী এবং জনপ্রিয় আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি সরিয়ে নেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে সন্ত্রাসী কায়দায় হামলা করে স্টুডেন্টস ফর সভারেন্টির ব্যানারে অবস্থানরত দুর্বৃত্তরা। এরপর থেকে পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে প্রতিবাদের ঝড় উঠে।