সিএইচটি ভ্যানগার্ড
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য সুমেধ চাকমা দিবাগত রাতে (১৪মে ২০২৩) খাগড়াছড়ি সদরের মধুপুরস্থ নিজ বাগবতনে স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেছেন।
জানা যায়, তিনি গতকাল রাতের খাবার খেয়ে নিজ কক্ষে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। এরপর আজ সকালে ঘুম থেকে উঠতে দেরী হতে দেখে বহুবার ডাকাডাকি করার পরও কোন সারাশব্দ না পেয়ে ঘরের লোকেরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে তাকে মৃত অবস্থায় দেখতে পান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর।
তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার পৌরসভা এলাকার জীবতলি গ্রামের দীপক কুমার চাকমা ও ছবি রাণী চাকমার ৪ সন্তানের মধ্যে এর ছিলেন।
তার এই অকাল মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উপর শোকের ছায়া নেমে এসেছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী তথ্য প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা স্বাক্ষরিত এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্ত্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অপরদিকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় তথ্য, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নিশান চাকমা স্বাক্ষরিত এক শোক বার্তায় শোক প্রকাশ ও শোক সন্ত্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।