সিএইচটি ভ্যানগার্ড, সাজেক প্রতিনিধি
সাজেকে পর্যটন-উন্নয়নের কালো থাবায় পুড়লো ৩৬টি জুম্ম ঘরবাড়ি।

গতকাল (২৪ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর আনুমানিক ১টা নাগাদ দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট রাঙ্গামাটির সাজেকের রুইলুই পাড়ায় প্রায় শতাধিক রিসোর্ট-হোটেল-কটেজ পুড়ে ছাই হয়ে গিয়েছে। পাশাপাশি পুড়ি ছাই হয়ে গিয়েছে স্থানীয় জুম্মদের ৩৬টি বসতবাড়ি।
স্থানীয় লোকজন ও সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি সূত্র জানায়, গতকাল দুপুরে রুইলুই পাড়ার হেডম্যান (মৌজাপ্রধান) লাল থাংয়া লুসাইয়ের বাসভবনের পাশে সাজেক ইকো ভ্যালি নামের একটি রিসোর্টে আগুন লাগে। পরে তা আশপাশের বসতঘর ও রিসোর্ট-কটেজে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়
প্রথম আলোর রিপোর্টে জানা যায়, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ৩২টি রিসোর্ট ও কটেজ, ৩৬টি বসতঘর, ৬টি রেস্তোরাঁ ও ২০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এদিকে জেলা প্রশাসন সূত্র বলছে, আগুনে অন্তত ১৪০টি রিসোর্ট-কটেজ ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম আলো
দেশের অন্যতম পর্যটন স্পট সাজেক গড়ে তোলার সময় অনেক স্থানীয় জুম্ম উচ্ছেদের শিকার হয়েছেন। তাদের মধ্যে অনেক পরিবার উচ্ছেদ হয়ে বিভিন্ন এলাকায় নিজেদের আত্মীয় স্বজনদের পাশে গিয়ে বসতি গড়েছেন, অনেকে আবার পাশ্ববর্তী দেশ ভারতের মিজোরামে দেশান্তরী হয়েছেন, আবার এখনো অনেকে উন্নয়ন-পর্যটনের মাঝেও নিজেদের ভিটেমাটি আঁকড়ে ধরে রয়েছেন। গতকাল লেলিহান আগুনের শিখায় সেসব জুম্ম পরিবারগুলো সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।