ভেনগার্ড প্রতিবেদক
সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক বাঘাইছড়ি উপজেলাধীন সারোয়াতলী ইউনিয়নের বড়মাল্লে এবং রাঙেপাড়া গ্রাম থেকে ৪টি পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর সকাল আনুমানিক ৭টার সময়ে চিনু মং ও বিক্রম চাকমার নেতৃত্বাধীন ২৭-৩০ জনের একটি সশস্ত্রদল সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস’র উপজেলা কমিটির নেতৃবৃন্দের নির্দেশে বড়মাল্লে এবং রাঙাপাড়া গ্রাম থেকে ৪টি পরিবারকে আধা ঘন্টার মধ্যে বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ প্রদান করে অন্যথায় প্রাণে মারার হুমকি দেওয়া হয়।
প্রাণের ভয়ে চারটি পরিবার এক কাপড়ে নিজেদের বাড়ি ত্যাগ করে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। যারা এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।
উচ্ছেদ হওয়া ৪টি পরিবার হলোঃ
১) পরিমল চাকমা(৬৭), স্ত্রী গুলচোগী চাকমা (৫৫), গ্রামঃ বড়মাল্লে । পরিবারের সদস্য সংখ্যা – ২জন।
২) বগরা চাকমা (৪০), পিতাঃ পরিমল চাকমা, গ্রামঃ রাঙেপাড়া । পরিবারের সদস্য সংখ্যা – ৫ জন ।
৩) চেরেঙ চাকমা (৩৫), পিতাঃ পরিমল চাকমা, গ্রামঃ বড়মাল্লে। পরিবারের সদস্য সংখ্যা – ৪ জন।
৪) মেন্ডল চাকমা (৩০), পিতাঃ পরিমল চাকমা, গ্রামঃ বড়মাল্লে। পরিবারের সদস্য সংখ্যা – ৪ জন।
উল্লেখ্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সন্তু লারমার নেতৃত্বাধীন নিউজ পোর্টালগুলোতে জেএসএস’র বিরুদ্ধে লংগদু হতে ২৮ পরিবারকে বাড়ি ছাড়তে বাধ্য করার খবর প্রকাশ করা হচ্ছে। স্থানীয় সূত্রগুলোর মতে গত ৮ তারিখের ঘটনার পালটা পদক্ষেপ হিসেবে এমনটা ঘটে থাকতে পারে।