শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এমপি আবুল হাসনাত আবদুল্লাহ

দেশ

ভ্যানগার্ড ডেস্ক

বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসনাত বর্তমানে স্কয়ার হাসপাতালে ভেন্টিলেশনে আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মো. খায়রুল বাশার।

আবুল হাসনাত আবদুল্লাহ

তিনি বলেন, মঙ্গলবার বিকেলের পর থেকে সাংসদের শ্বাসকষ্ট শুরু হয়। “অক্সিজেন স্যাচুরেশন কিছুটা কমতে শুরু করে। বাসায় অক্সিজেন দেওয়া হয়। এক পর্যায়ে তা নব্বইয়ের নিচে নেমে যায়। পরে উনাকে হাসপাতালে ভর্তি করা হয়।”

খায়রুল বলেন, হাসপাতালে চিকিৎসকরা বিভিন্ন রকম পরীক্ষা করেছেন। সেগুলোর ফলাফল পাওয়া গেলে ডাক্তাররা বিস্তারিত জানাবেন।

সপ্তম সংসদের প্রধান হুইপ ছিলেন হাসনাত আবদুল্লাহ। বরিশাল জেলা আওয়ামী লীগের এই সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। বর্তমানে তিনি মন্ত্রীর মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত জুন মাসে হাসনাত আবদুল্লাহর স্ত্রী শাহানা আরার মৃত্যু হয়। তাদের বড় ছেলে সেরেনিয়াবাত সাদেক আব্দুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র।

সূত্রঃ সমকাল, বিডিনিউজ।

Tags: ,

এই সম্পর্কিত আরও পোস্ট

খাগড়াছড়িতে ধর্ষণ রোধে পদক্ষেপ জানতে চেয়ে ডিসিকে আইনি নোটিশ
ইউপিডিএফের ৩০টি AK-47 সহ ৩ জনকে আটক করেছে বিএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu