লামায় শুকরের মাংস ধোয়ার কারণে সেটেলার বাঙালি প্রতিবেশী কর্তৃক এক জুম্ম মারধরের শিকার

বান্দরবান

সিএইচটি ভ্যানগার্ড, বান্দরবান

বান্দরবানের লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের মাষ্টার পাড়া এলাকায় ঝিরিতে শুকরের মাংস ধোয়ার কারণে প্রতিবেশী সেটেলার বাঙালি কর্তৃক এক নিরীহ জুম্ম হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় তিনি মাথায় ও শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগীর নাম উছাইন মারমা (৫০)। তিনি লামা পৌর এলাকার ৭নং ওয়ার্ডের মাষ্টার পাড়ার বাসিন্দা।

তথ্য সূত্রে জানা যায়, গতকাল (১৩ অক্টোবর ২০২১) সকালের দিকে উছাইন ওয়ান মারমা শুকরের মাংস কেটে পাশ্ববর্তী ঝিরিতে ধুয়ে আসেন। এসময় মাষ্টার পাড়া এলাকারই প্রতিবেশী আনোয়ার হোসেন (৪০) ও জাহেদুল ইসলাম (৩৫) নামে দুই টমটম গাড়ির চালক উছাইন ওয়ান মারমাকে গালিগালাজ করেন। এতে উভয়পক্ষ যুক্তি-পাল্টা যুক্তি দেখান।

এ ঘটনার জের ধরে বিকাল আনুমানিক ৪:০০ টার দিকে আনোয়ার হোসেন ও জাহেদুল ইসলামসহ কয়েকজন মুসলিম বাঙালি উছাইন ওয়ান মারমার বাড়িতে এসে বাড়ির ভেতরে প্রবেশ করে উছাইন ওয়ান মারমাকে ব্যাপক মারধর করেন। এতে উছাইন ওয়ান মারমার মাথায় ও শরীরে জখম হয়।

পরে উছাইন ওয়ান মারমা লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন।

প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করার কথা জানা যায়নি।

Tags: , ,

এই সম্পর্কিত আরও পোস্ট

২৮ নভেম্বর পার্বত্য চট্টগ্রামের ২২টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হবে নির্বাচন
আলীকদমে উপজেলা চেয়ারম্যান কর্তৃক জুম্মদের ভূমি বেদখলের অভিযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu