সিএইচটি ভ্যানগার্ড, ঢাকা
বান্দরবানের লামায় “রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড” কর্তৃক স্থানীয় ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর ভূমি বেদখলের প্রতিবাদ ও ম্রো আদিবাসীদের ব্যবহৃত পানির উৎসে বিষ প্রয়োগে জড়িতদের গ্রেফতার এবং ভূমি রক্ষা আন্দোলনকারীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখা।
আজ (১০ সেপ্টেম্বর ২০২২) শনিবার বিকাল ৩ ঘটিকার সময় বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেসক্লাব হতে শুরু করে সুপ্রিম কোর্ট মোড়, পল্টন মোড় ঘুরে এসে পুনরায় জাতীয় প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পাহাড়ী ছাত্র পরিষদ ঢাকা মহানগর সংগ্রামী সদস্য সতেজ চাকমা’র সঞ্চালনায় ও পাহাড়ী ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখার সংগ্রামী সভাপতি আম্বেদকর চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এল্টন চাকমা; বাংলাদেশ জনতার সংসদ (বাজস) এর সংগ্রামী সভাপতি মাহবুবুর রহমান শামীম ও আদিবাসী শ্রমজীবি সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক আনন্দ চাকমা প্রমূখ।
বক্তারা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানি কর্তৃক ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর ভূমি বেদখলের তীব্র প্রতিবাদ করেন এবং তাদের ভূমি তাদের ফিরিয়ে দিতে বলেন। বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রামের প্রধান সমস্যা ভূমি সমস্যা, ভূমি কমিশন এখনো পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যাকে নিরসণ করতে পারেনি। উপরন্তু ভূমি সমস্যা সমাধান না হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত নিত্যনতুন কায়দায় জুম্ম আদিবাসীদের ভূমি বেদখল করে যাচ্ছে এদেশের শাসকশ্রেণী হতে শুরু করে বিভিন্ন প্রভাবশালী মহল। পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন ভূমি সমস্যার সমাধান না করে আবার নতুনভাবে ভূমি বেদখল এ অঞ্চলের জুম্ম আদিবাসীরা কখনো মেনে নেবেনা বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বক্তারা আরও বলেন, ম্রো’দের তাদের ভূমি থেকে উচ্ছেদের পরিকল্পনা হিসেবে তাদের ব্যবহৃত একমাত্র পানির উৎসে বিষ প্রয়োগ করে তাদের প্রাণে মারা এবং যাতে তারা ভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হয় তা করা হয়েছে। ব্যবহৃত পানির উৎসে বিষ প্রয়োগের ফলে ছড়ার জলজ জীববৈচিত্র ধ্বং হয়েছে। পানিতে থাকা চিংড়ি, মাছ, কাকড়াসহ নানা ধরণের জলজ প্রাণী মারা গিয়েছে। যা প্রাকৃতিক ভারসাম্যকে নষ্ট করেছে।
অন্যদিকে ম্রো ও ত্রিপুরারা তাদের ভূমিকে রক্ষার জন্য বিভিন্নভাবে আন্দোলন করে যাচ্ছে। তাদের আন্দোলনকে দমানো এবং তাদের ভূমি বেদখলের জন্য রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক আন্দোলনকারীদের নামে ষড়যন্ত্রমূলক বিভিন্ন মিথ্যা মামলা দিয়েছে। যেখানে এইচএসসি পরীক্ষার্থী পর্যন্ত বাদ যায়নি। এসব মিথ্যামামলা প্রত্যাহারপূর্বক ম্রো ও ত্রিপুরাদের ভূমি ফিরিয়ে দিতে সমাবেশ থেকে জোর দাবী জানানো হয়।