সিএইচটি ভ্যানগার্ড, লংগদু

আজ ১৫ সেপ্টেম্বর ২০২৩, মহান নেতা এমএন লারমা’র ৮৪তম জন্মদিবসে লংগদুতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি লংগদু থানা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি,রাঙ্গামাটি জেলা শাখা সাধারণ সম্পাদক শ্রী বাবুল চাকমা সঞ্চালনায় ও পার্বত্য চট্টগ্রাম জনসং হতি সমিতি লংগদু থানা কমিটির সভাপতি শ্রী অনঙ্গ লাল চাকমার সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন পিসিজেএসএস লংগদু থানা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক শ্রী বিনয় চাকমা চাকমা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেডম্যান এসোসিয়েশন রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক ও ২৪ নং মোজার হেডম্যান শ্রী মানিক কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও ১নং আটরকছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শ্রী মঙ্গল কান্তি চাকমা, ১৬ নং খাগড়াছড়ি মোজার হেডম্যান শ্রী অমর চাকম।
আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শ্রী সুনয় চাকমা, ৭ নং লংগদু ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং সংরক্ষিত মহিলা সদস্য সোনালিকা চাকমা। এছাড়াও আলোচনা সভায় জনসংহতি সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা এমএন লারমা’র সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করেন। জুম্ম জনগণের অধিকার আদায়ের সংগ্রামে, ঘুমন্ত জুম্ম জনগণকে কিভাবে জাগিয়েছিলেন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এবং তার সংগ্রামী জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে আগামী দিনের লড়াই সংগ্রামে অগ্রসর হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়াও এমএন লারমা’র স্মরণে কবিতা পাঠ করেন পিসিজেএসএস লংগদু থানা কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী সুশীল জীবন চাকমা।