রামগড় প্রতিনিধি, সিএইচটি ভ্যানগার্ড

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের রাজারহাট গ্রামে আদিবাসী নারীকে (৫১) গণ ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত তিন ধর্ষককে আটক করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ২৭ আগস্ট ২০২৪ সন্ধ্যায় আটকের খবর পাওয়া গেলেও বুধবার (২৮ আগস্ট ২০২৪) দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আসামিদের আটকের এ তথ্য জানান পুলিশ সুপার মুক্তা ধর।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ভুজপুর থানাধীন হেঁয়াকো বাজারে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী মো. ইউসুফ ও মো. রানাকে গ্রেফতার করা হয়। এছাড়া রামগড়ের নাকাপা থেকে অপর আসামী মো. ফয়সালকে আটক করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ২২ আগস্ট রাত আনুমানিক ১১ তার দিকে ৬/৭ জনের একদল সেটেলার বাঙালি রামগড়ের পাতাছড়া ইউনিয়নের রাজারঘাট গ্রামের নিজ বাড়ি থেকে ভুক্তভোগী নারী ও তার কিশোরী মেয়েকে ধরে নিয়ে যায়। সেটেলার বাঙালিরা তাদেরকে একটি কলাবাগানের ভিতর নিয়ে গিয়ে ওই নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। তবে ভুক্তভোগী নারীর মেয়ে ধস্তাধস্তি করে সেখান থেকে পালিয়ে গিয়ে ঘটনাটি প্রতিবেশীদের জানালে লোকজন এগিয়ে যাওয়ার শব্দ শুনে ধর্ষকরা পালিয়ে যায়।
ঘটনার পরদিন ভুক্তভোগী নারী রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এতে উক্ত তিনজনসহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করা করা হয়।