সিএইচটি ভ্যানগার্ড, রাঙ্গামাটি

রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক জুম্ম শিশু শিক্ষার্থীকে (১২) প্রলোভন দেখিয়ে বাঙালি নির্মাণ শ্রমিক কর্তৃক বরকলের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের খবর পাওয়া গিয়েছে।
গত ৭ মার্চ ২০২৫, সকালের দিকে রিজার্ভ বাজারের ঢাকা বোর্ডিং-এ মো: আরিফ (২২), পীং- অজ্ঞাত নামে ওই বাঙালি নির্মাণ শ্রমিক এই ধর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। ভুক্তভোগী শিক্ষার্থীর বাড়ি বরকল উপজেলার ৩নং আইমাছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বলে জানা গেছে।
জানা যায় ধর্ষক মো: আরিফ নামের শ্রমিক নির্মাণ কাজের সূত্রে মাঝেমধ্যে বরকলের আইমাছড়ায় যাতায়াত করত। সেই সুযোগে ওই জুম্ম শিশু শিক্ষার্থীর সাথে মো: আরিফের পরিচয় ঘটে
ঐদিন সকালের দিকে মো: আরিফের প্রলোভনে ওই শিশুটি রিজার্ভ বাজারে আসে। পরে মো: আরিফ সকাল আনুমানিক ১১টার দিকে ওই শিশুটিকে ঢাকা বোর্ডিং-এর ভেতরে নিয়ে যায়। এসময় পলাশ চাকমা নামে এক তরুণ ঘটনাটি দেখতে পেয়ে একটা নির্দিষ্ট স্থান থেকে পর্যবেক্ষণ করতে থাকে। মেয়ে শিশুটি ক্লান্তশ্রান্ত অবস্থায় বিকাল ৩টায় বোর্ডিং থেকে বের হয়। এরপর মো: আরিফ সহ দুইজন বাঙালি যুবক শিশুটিকে বরকলের লঞ্চে উঠিয়ে দেয় বলে জানা যায়।
পরে কয়েকজন জুম্ম শিশুটির পরিচয় জেনে বরকলে শিশুটির পরিবারের সদস্যদের ঘটনাটি অবহিত করেন।
এদিকে শিশুটি বরকলে পৌঁছার পর শারীরিক অবস্থা দেখে বাড়ির লোকজন শিশুটিকে বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে মেডিকেল অফিসার না থাকায় দায়িত্বপ্রাপ্ত মেডিকেল এসিস্ট্যান্ট শিশুটিকে রাঙ্গামাটি জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। শিশুটিকে রাঙ্গামাটিতে নিয়ে যাওয়া হলেও পরে অজ্ঞাত কারণে শিশুটির অভিভাবকরা ভুক্তভোগী শিশুকে গোপনে আবার বরকলে বাড়িতে নিয়ে যান বলে জানা যায়।
এ ব্যাপারে এখনো মামলা হওয়ার খবর এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করার খবর পাওয়া যায় নি।
সূত্রঃ Hill Voice