ভেনগার্ড প্রতিবেদক
গতকাল ২০ অক্টোবর রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক পাহাড়ী ছাত্র পরিষদ, কাচালং সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক রত্ন চাকমাকে হত্যার প্রতিবাদে আজ দুপুর ১.৩০ ঘটিকার সময়ে মহালছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ী ছাত্র পরিষদ মহালছড়ি থানা শাখা।
মিছিলটি উপজেলা সদরের ব্রীজ পাড়া থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে। পাহাড়ী ছাত্র পরিষদ, মহালছড়ি থানা শাখার সভাপতি সুভাষ চাকমার সভাপতিত্বে ও আদিবাসী শ্রমজীবি কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক সতেজ চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদ, মহালছড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক ক্লীন চাকমা; পাহাড়ী ছাত্র পরিষদ, পানছড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক অসীম চাকমা; যুব সমিতির মহালছড়ি থানা শাখার সভাপতি রতন চাকমা।
সন্তু লারমার সন্ত্রাসী কর্তৃক ছাত্র নেতা রত্ন চাকমাকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, অতীতেও সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক লংগদুতে ছাত্র নেতা সুখেন চাকমা, গুনেন্দু চাকমা, সুদীর্ঘ চাকমাদের মত উদীয়মান নেতৃত্বকে হত্যা করা হয়েছে। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে, জুম্ম জনগণের অধিকার আদায়ের সংগ্রামেও পাহাড়ী ছাত্র পরিষদ যেভাবে লড়াই করে যাচ্ছে সন্তু লারমা সেই অগ্রগামী বাহিনীকে তথা জুম্ম জনগণের লড়াইয়ের শক্তিকে সমূলে বিনাশের খেলায় মেতে উঠেছেন ।
বক্তারা আরও বলেন সন্তু লারমার নেতৃত্বের অযোগ্যতার কারণে পাহাড়ে একটি সংগঠন থেকে চার চারটি সংগঠনের উদ্ভব হয়েছে। চুক্তি স্বাক্ষরের পরবর্তী সময় হতে বর্তমান সময়েও সন্তু লারমা পাহাড়ে জুম্ম সমাজকে ধ্বংসের লীলা খেলা চালিয়ে যাচ্ছেন। আঞ্চলিক পরিষদের গদিদে বসে সন্তু লারমা কিভাবে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যেতে পারছেন সরকারের কাছে এই প্রশ্ন রাখা হয়। সমাবেশে সন্তু লারমাকে পার্বত্য চট্টগ্রামের ভয়ংকর মানব আখ্যায়িত করে পাহাড়ে একের পর এক হত্যার গডফাদার সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদের গদি থেকে সরিয়ে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবীর পাশাপাশি রত্ন চাকমার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসীর মঞ্চে দাঁড় করানোর দাবী জানানো হয় ।