মানিকছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার চেষ্টা মামলায় আটক ১

খাগড়াছড়ি

সিএইচটি ভ্যানগার্ড, মানিকছড়ি, খাগড়াছড়ি

আটক মো: হোসেন আলী

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলায় গত শনিবার (২৫ সেপ্টেম্বর ২০২১) মানিকছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী (১৬) স্কুল ছাত্রীকে থেকে বাড়ী ফেরার পথে কর্নেল বাগান এলাকায় দুর্বৃত্ত কর্তৃক ধর্ষন ও হত্যা চেষ্টা চালানো হয় । এতে স্কুল ছাত্রী গুরুতর আহত হয়।

জানা যায়, মানিকছড়ি উপজেলার কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে গত শনিবার (২৫শে সেপ্টেম্বর) স্কুল ছুটির পর নিজ বাড়ী মরাডলু যাওয়ার পথে কর্ণেল বাগান এলাকায় ওৎপেঁতে থাকা এক সন্ত্রাসী মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ হইয়ে ওই ছাত্রীকে টানাহেচড়া ও ধর্ষন চেষ্টা করলে ছাত্রী সন্ত্রাসী’র হাতে কামড় দিয়ে পালিয়ে যেতে চাইলে সন্ত্রাসী পিছন থেকে দা দিয়ে ছাত্রীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে আহত ছাত্রী চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ করলে পুলিশ বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত সন্ত্রাসীরকে ধরতে তৎপরতা বৃদ্ধি করেন। পুলিশ তদন্ত স্বাপেক্ষে গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর ২০২১) সকাল ৯টার দিকে মো: হোসেন আলী(৩০) নামে এক ব্যক্তিকে আটক করে। আটক মো: হোসেন আলী ১নং মানিকছড়ি এয়াতলং পাড়া (ফজলুল টিলা) এলাকার মো: আবদুল মোতালেবের ছেলে

সন্ত্রাসী আটকের খবরে মানিকছড়ি সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুইচিং মারমার নেতৃত্বে কলেজিয়েট ও রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রীকে ইভটিজিং, ধর্ষন ও হত্যার চেষ্টার শিকার ও আহতের ঘটনায় আটক মো: হোসেন আলীর বিচারের দাবীতে থানার সামনে এসে জড়ো হয়। পরে পুলিশ  আহত ছাত্রীকে ইভটিজিং, ধর্ষন ও হত্যার চেষ্টা চেষ্ঠায় জড়িত সন্ত্রাসীকে আটক করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠ তদন্ত হবে মর্মে আশ্বস্থ করলে শিক্ষাথীরা স্কুলে ফিরে যায়।

মানিকছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসুইপ্রু মারমা জানান, আমার স্কুলের ছাত্রীকে ধর্ষন ও হত্যার চেষ্টা করা আসামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। ছাত্রী সামনের এসএসসি পরীক্ষার্থী, তার এ পূর্বে এ ঘটনায় ছাত্রী মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শাহনূর আলম জানান, স্কুল ছাত্রীকে ইভটিজিং, ধর্ষন ও হত্যার  চেষ্ঠায় আহতের ঘটনায় এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। যার মামলার নং-০৫, তারিখ ২৭/০৯/২০২১ইং । ভিকটিম সঠিক ও ন্যায্য বিচার পাওয়ার স্বার্থেই ধারা-৩৪১, ৩৭৯,৩০৭, ৫১০, ৩২৪ রজু করা হয়েছে। আসামী যেন পার না পায় সেদিকে খেয়াল রেখে প্রকৃত ঘটনাটি তুলে ধরার চেষ্টা করেছি। আজ মঙ্গলবার কোর্টে চালানের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করা হবে।

Tags: , , ,

এই সম্পর্কিত আরও পোস্ট

মানিকছড়িতে নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও যৌন হয়রানির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন
মহালছড়িতে স্কুল শিক্ষক কর্তৃক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ; বিক্ষোভ ও মানববন্ধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu