সিএইচটি ভ্যানগার্ড

খাগড়াছড়ির জেলার মানিকছড়িতে এক জুম্ম (মারমা) নারীকে সেটেলার বাঙালি কর্তৃক ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল(বিএমএসসি) খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ অক্টোবর ২০২৩) শনিবার সকাল ১০ঘটিকার সময় মিছিলটি খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে শুরু হয়ে শাপলা চত্বরের মুক্ত মঞ্চের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে ধর্ষণের বিরুদ্ধে নান স্লোগান দেয়া হয়, ধর্ষণের বিরুদ্ধে নানা লেখা সম্বলিত প্লেকার্ড, ফেস্টুন দেখা যায় ।
সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন চাইলাপ্রু মারমা। সমাবেশে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকেও বক্তব্য রাখা হয়। বক্তারা পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী তথা জুম্ম নারীদের উপর বহুকাল হতে চলা নিপীড়ন – নির্যাতনের, ধর্ষণ, হত্যা, শ্লীলতাহানির কথা তুলে ধরেন। বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রামে যতগুলো ধর্ষণ হয়েছে তার একটিরও বিচার সঠিকভাবে হয়নি। প্রতিনিয়ত পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী নারীদের উপর সহিংসতা বেড়ে চলেছে। বক্তারা অবিলম্বে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান, অন্যথায় বিএমএসসি ও সচেতন ছাত্র সমাজ এর প্রতিবাদে আরো কঠো কর্মসূচি দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
উল্লেখ্য যে, গত ২৫ অক্টোবর ২০২৩ আনুমানিক দুপুর ১.৩০ ঘটিকার সময় দিকে মানিকছড়ির গচ্ছাবিল এলাকার লিচু বাগান নামক স্থানে এক মারমা নারীকে ৩ সেটেলার বাঙালি জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে। ভিকটিম নারীটি চট্টগ্রামের একটি ফ্যাক্টরিতে চাকুরী করেন। মানিকছড়ির গচ্ছাবিল থেকে নিজ বাড়ি চক্কবিল এলাকায় প্রবারণা উৎসবে যোগ দিতে চট্টগ্রাম থেকে তিনি আসছিলেন।