সিএইচটি ভ্যানগার্ড, মাটিরাঙ্গা
গত ৪ আগস্ট ২০২১, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের বেহাদন্ত কারবারীপাড়া এলাকার গভীর খাদ থেকে সৃষ্টি হওয়া লেক থেকে সবিতা ত্রিপুরা নামে এক জুম্ম নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের বাবা ধন রঞ্জন ত্রিপুরা বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা করলেও পুলিশ তথ্য-প্রযুক্তির অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাটিরাঙ্গার গুমতি ইউনিয়নের মরাটিলা এলাকা থেকে মোহন ত্রিপুরা নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটক মোহন ত্রিপুরা ঘটনায় জড়িত থাকার বিষয়টি আদালতে স্বীকার করেছে।
আজ শুক্রবার (৬ আগস্ট ২০২১) সকালে হত্যাকান্ডের রহস্য উদঘাটন বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার আব্দুল আজিজ। সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে নিহত সবিতা ত্রিপুরাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল আটক মোহন ত্রিপুরা। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ঝিড়ি থেকে পানি আনতে যাওয়া সবিতা ত্রিপুরাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে শ্বাসরোধ করে তাকে হত্যা করে।