সিএইচটি ভ্যানগার্ড

খাগড়াছড়ি মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়া হতে ইউপিডিএফের (প্রসীত) সশস্ত্র ক্যাডার কর্তৃক দুই গ্রামবাসীকে অপহরণের অভিযোগ পাওয়া গিয়েছে।
গত পোরশুদিন (৩১ মার্চ ২০২৫) বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে এই অপহরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় একটি সূত্র থেকে জানা গেছে। উক্ত এলাকায় দায়িত্বরত ইউপিডিএফ (প্রসীত) এর সশস্ত্র কমান্ডার জুনেল চাকমা ও চাঁদা সংগ্রাহক কলম্বাস চাকমার নেতৃত্বে এই অপহরণের ঘটনা সংঘটিত হয় বলে জানা যায়। তাইন্দংসহ উক্ত এলাকায় তারা দীর্ঘদিন চাঁদাবাজিসহ গুম, অপহরণের সাথে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন
অপহরণের শিকার ব্যক্তিরা হলেন- ননাই ত্রিপুরা (২৮), পীং-মৃত তীর্থরায় ত্রিপুরা এবং বিক্রম ত্রিপুরা (৪০), পীং-লাল মোহন ত্রিপুরা।
অপহরণের কারণ হিসেবে জানা যায়, ভিক্তিমরা ইউপিডিএফের (প্রসীত) প্রতিপক্ষ দলের সমর্থক ও তথ্য পাচারকারী হিসেবে অভিযোগের ভিত্তিতে অপহরণ করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃতদের মুক্তি দেওয়া হয়নি বলে জানা গেছে।