ভ্যানগার্ড ডেস্ক
মহালছড়িতে আজ ২৫ জানুয়ারি ২০২১ “ অধিকার ও সংগ্রামে নারী জাগরণ সূচিত হোক” এই স্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি মহালছড়ি থানা শাখা ও নানিয়াচর থানা শাখার ৫ম যৌথ সম্মেলন সম্পন্ন হয়েছে।

মহালছড়ি থানা শাখার সভাপতি শ্রীমতি সুজিতা চাকমা’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র কেন্দ্রীয় কমিটি’র সংগ্রামী সাধারণ সম্পাদক ও মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী বিমল কান্তি চাকমা। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি’র কেন্দ্রীর সভাপতি শ্রীমতি কাকলী খীসা, সাধারণ সম্পাদক শ্রীমতি মল্লিকা চাকমা প্রমূখ।
সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে শ্রী বিমল কান্তি চাকমা নারীদের ঘরের কোণে না থেকে নারী অধিকার রক্ষা ও সামাজিক বৈষম্য দূরীকরণে সামাজিক বিপ্লব ঘটানোর পরামর্শ প্রদান করেন। এমএনলারমা’র উদ্ধৃতি দিয়ে তিনি বলেন “পুরুষ যে অধিকার ভোগ করে নারীকেও সে অধিকার দিতে হবে”, পাশাপাশি এমএনলারমা’র স্বপ্ন বাস্তবায়নে জনসংহতি সমিতি’র পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন তথা জাতীয় ও জন্মভূমির অস্তিত্ব রক্ষার যে আন্দোলন সে আন্দোলনে নিরবিচ্ছিন্নভাবে সামিল হওয়ারো তিনি আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের বর্তমান অবস্থা খুবই নাজুক। একদিকে ভ্রাতৃঘাতি সংঘাত অন্যদিকে নারীদের উপর ধর্ষণ, বিশেষ বিশেষ মহল কর্তৃক আদিবাসীদের ভূমি বেদখল করে- ভূমি থেকে উচ্ছেদ করে ইকো পার্ক নির্মাণ অব্যাহত রয়েছে। যার ফলে পার্বত্য চট্টগ্রামের ভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীগুলোর জাতীয় অস্তিত্ব ও জন্মভূমির হুমকির মুখে পড়েছে বলেও বক্তারা অভিযোগ করেন। বিশ্বব্যাপী যেভাবে নারীদের উপর নিপীড়ন-নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে তার জন্য সোচ্চার হওয়ারও তারা আহ্বান জানান। বাংলাদেশে বিশেষ করে আদিবাসী নারী ও তাদের জীবন জীবিকার উপর চরমভাবে আঘাত করা হচ্ছে বলে বক্তারা মন্তব্য করেন। আগামী দিনের লড়াই সংগ্রামে নবগঠিত কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত পোষন করা হয়।

সম্মেলনের শেষ পর্যায়ে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রীমতি মল্লিকা চাকমা প্রস্তাবিত প্যানেল কমিটি উপস্থাপন করেন এবং প্যানেল কমিটিগুলোর উপর কারো আপত্তি না থাকায় শ্রীমতি সুজিতা চাকমা’কে পুনরায় সভানেত্রী, শ্রীমতি সুবিনা চাকমা’কে সাধারণ সম্পাদিকা ও শ্রীমতি ফুলশি চাকমা’কে সাংগঠনিক সম্পাদিকা করে ১৭ সদস্য বিশিষ্ট মহালছড়ি থানা কমিটি গঠন করা হয়। এবং একই সাথে শ্রীমতি অনিতা চাকমা’কে সভানেত্রী, শ্রীমতি সুবর্ণা চাকমা’কে সাধারণ সম্পাদিকা ও শ্রীমতি মানু মারমা’কে সাংগঠনিক সম্পাদিকা করে ১৫ সদস্য বিশিষ্ট নানিয়ারচর থানা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিগুলোকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় মহিলা সমিতি’র সাধারণ সম্পাদিকা শ্রীমতি মল্লিকা চাকমা।