সিএইচটি ভ্যানগার্ড, মহালছড়ি প্রতিনিধি
গতকাল (১২ ফেব্রুয়ারী ২০২৫খ্রি.) পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি মহালছড়ি থানা কমিটির ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

“জুম্ম জনগণের জাতীয় অস্তিত্ব রক্ষার্থে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের আন্দোলন জোরদার করার জন্য নারী সমাজকে সংগঠিত করুন, তথা নারী অধিকার প্রতিষ্ঠার জন্য সোচ্চার হোন” এই প্রতিপাদ্যে মহিলা সমিতি মহালছড়ি থানা কমিটির বিদায়ী সভানেত্রী শ্রীমতি সুজিতা চাকমা’র সভাপতিত্বে ও মহিলা সমিতির সদস্যা রত্না তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী বিমল কান্তি চাকমা, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীমতি কাকলী খীসা, জনসংহতি সমিতি মহালছড়ি থানা কমিটির সভাপতি শ্রী নীল রঞ্জন চাকমা। এছাড়াও সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির মহালছড়ি থানা কমিটির সভাপতি শ্রী রিটেন চাকমা, পিসিপি মহালছড়ি থানা কমিটির সাধারণ সম্পাদক অন্তর চাকমা, মহিলা সমিতি মহালছড়ি থানা কমিটির সদস্যা সুবিনা চাকমা প্রমূখ।
বক্তারা আগামীদিনের পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের আন্দোলন তথা নারী অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেন। পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়নের যে আন্দোলন তথা জাতীয় ও জন্মভূমির অস্তিত্ব রক্ষার যে সংগ্রাম তা নারী সমাজেরও ভূমিকা রাখা দরকার। নারীদের ঐক্যবদ্ধ শক্তি আগামী দিনে আলোর দিশারি হয়ে পার্বত্য চুক্তি তথা নারী অধিকার আদায় না হওয়া অবধি আন্দোলন সংগ্রামে অটুট থাকতে হবে বলে বক্তারা ব্যক্ত করেন।
সবেশেষে, শ্রীমতি সুজিতা চাকমাকে পুনরায় সভাপতি, শ্রীমতি ফুলশি চাকমাকে সাধারণ সম্পাদক ও শ্রীমতি নমিতা চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যাবিশিষ্ট মহিলা সমিতি মহালছড়ি থানা কমিটি গঠন করা হয়।
কমিটির প্যানেল উপস্থাপন এবং শপথবাক্য পাঠ করান পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীমতি কাকলী খীসা।