মহালছড়ি প্রতিনিধি
আজ ২৩ জানুয়ারি ২০২৫খ্রি. পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ মহালছড়ি সরকারি কলেজ শাখার ৭ম, মহালছড়ি থানা শাখার ১২তম সম্মেলন ও হিল উইমেন্স ফেডারেশন মহালছড়ি সরকারি কলেজ শাখার ১ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

“আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্র-যুব সমাজই হোক অগ্রণী সৈনিক” এই প্রতিপাদ্যে মহালছড়ি থানা কমিটির বিদায়ী সভাপতি রিঝুম চাকমার সভাপতিত্বে ও বিদায়ী কমিটির সদস্য সুফল চাকমার সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংহতি সমিতি মহালছড়ি থানা কমিটির সভাপতি শ্রী নীল রঞ্জন চাকমা, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনসংহতি সমিতি মহালছড়ি থানা কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক শান্তি বিজয় চাকমা। এছাড়াও সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মায়া চৌধুরী, পিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুনেন্টু চাকমা, যুব সমিতি মহালছড়ি থানা কমিটির সভাপতি রিটেন চাকমা, যুব সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য দীপু চাকমা, মহিলা সমিতি খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মল্লিকা চাকমা প্রমূখ।
বক্তারা আগামীদিনের লড়াই সংগ্রামে ছাত্র-তরুণ সমাজের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেন। পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়নের যে আন্দোলন তথা জাতীয় ও জন্মভূমির অস্তিত্ব রক্ষার যে সংগ্রাম তা তরুণ সমাজের মাধ্যমেই অর্জন করা সম্ভব বলে বক্তারা ব্যক্ত করেন।

সবেশেষে, রিঝুম চাকমাকে পুনরায় সভাপতি, অন্তর চাকমাকে সাধারণ সম্পাদক ও বিভাস চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট পাহাড়ী ছাত্র পরিষদ মহালছড়ি থানা শাখা এবং সোহাগ চাকমাকে সভাপতি, আপু চাকমাকে সাধারণ সম্পাদক ও ডিবেশ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট পাহাড়ী ছাত্র পরিষদ মহালছড়ি সরকারি কলেজ শাখা গঠন করা হয়।
কমিটির প্যানেল উপস্থাপন এবং শপথবাক্য পাঠ করান পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক নিশান চাকমা।
একইসাথে ডায়না চাকমাকে সভাপতি, প্রশিকা চাকমাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট হিল উইমেন্স ফেডারেশন মহালছড়ি সরকারি কলেজ শাখা গঠন করা হয়।
এতে কমিটির প্যানেল উপস্থাপন ও শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক মায়া চৌধুরী।