মহালছড়ি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মহালছড়ি থানা কমিটির অধিনস্ত সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনটির মহালছড়ি থানা কমিটির সভাপতি নীল রঞ্জন চাকমা, যুব সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শান্তি বিজয় চাকমা, যুব সমিতি মহালছড়ি থানা কমিটির সভাপতি রিটেন চাকমা, সাধারণ সম্পাদক অসিত বরণ চাকমা প্রমুখের উপস্থিতিতে বন্যা দুর্গত বিভিন্ন গ্রামের ২৯২ পরিবারের মাঝে গ্রাম ভিত্তিক প্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সিলেটি পাড়া, চট্টগ্রাম পাড়া, চৌধুরী পাড়া, বড়ুয়া পাড়া (মাইসছড়ি বাজার), বুলি পাড়া (মাইসছড়ি), পশ্চিম কায়াংঘাট, মুসলিম পাড়া (মাইসছড়ি), পথা পাড়া (মাইসছড়ি), সাউপ্রু কার্বারী পাড়া (মাইসছড়ি), পচাই কার্বারী পাড়া (মাইসছড়ি), মাইসছড়ি স্কুল পাড়া, নতুন পাড়া, চৌংড়াছড়ি, ভূয়াট্যা পাড়া, জামতলা, মহালছড়ি , হেডম্যান পাড়া, পথা পাড়া, পাকিজাছড়ি, পাকিজাছড়ি (মধ্য পাড়া) গ্রামের ২৯২ পরিবারের মাঝে গ্রাম ভিত্তিক প্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।