সিএইচটি ভ্যানগার্ড

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলের ছাদ থেকে আপ্রুশি মারমা (২১) নামের এক জুম্ম ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গতকাল সোমবার (২০ মার্চ ২০২৩ ) রাত ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের ছাদে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে প্রশাসনকে খবর দেয় শিক্ষার্থীরা। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
তার সহপাঠিদের সূত্রে জানা যায়, আপ্রুশি মারমা সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি আবদুস সালাম হলের ২১২ নম্বর রুমে থাকতেন। তিনি আবৃত্তিসহ নানা প্রগতিশীল কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, ঝুলন্ত অবস্থায় আপ্রুশি’র পায়ের জুতা এবং চশমা ঠিক জায়গায় ছিল। ফলে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে সে ব্যাপারে সঠিক তদন্তের দাবি করেছেন তার সহপাঠি ও বন্ধু-বান্ধবরা।
আপ্রুশি মারমার বাড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের গুগড়াছড়ি এলাকার নিয়ং কার্বারী পাড়ায়। এছাড়াও তিনি বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন বলে জানা গেছে। তিনি বিভিন্ন অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। পাহাড়ে জুম্মদের অধিকারের বিষয়ে তিনি সর্বদা সোচ্চার ছিলেন। পাহাড়ে উন্নয়নের নামে ভূমি বেদখল, নারী ধর্ষণের বিরুদ্ধে লেখালেখি, কবিতায়-ছন্দে-রাজপথে সর্বদা নিজেকে বিলিয়ে দিয়েছেন ।