সিএইচটি ভ্যানগার্ড, লংগদু প্রতিনিধি
জুম্ম জাতির বিপ্লবী চেতনার অগ্রদূত মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে লংগদুতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি লংগদু থানা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
যতিন বিকাশ চাকমার সঞ্চালনায়, জনসংহতি সমিতি লংগদু থানা কমিটির সভাপতি সুশীল জীবন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সংগ্রামী রাঙ্গামাটি জেলা কমিটির সদস্য অনঙ্গলাল চাকমা। আলোচনা সভায় জনসংহতি সমিতি, যুব সমিতি, মহিলা সমিতি ও পাহাড়ী ছাত্র পরিষদ লংগদু থানা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পাহাড়ী ছাত্র পরিষদের লংগদু থানা শাখার সাধারণ সম্পাদক ত্রিশন চাকমা, যুব নেতা সিপন চাকমা, যুব নেতা ইন্টন চাকমা প্রমুখ। বক্তারা পার্বত্য চট্টগ্রামের অধিকারহারা জুম্ম জনগণের নানাবিধ সমস্যা নিয়ে আলোকপাত করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অনঙ্গ লাল চাকমা মহান নেতা এম.এন লারমার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিবিধ বিষয়ে আলোচনা করেন। তিনি মহান নেতার অবিস্মরণীয় রাজনৈতিক ইতিহাস নিয়ে আলোচনা করেন। পার্বত্য চট্টগ্রামের জুম্ম জাতির মুক্তির আন্দোলনে মহান নেতার আদর্শে উজ্জীবিত থেকে সকলকে বঞ্চিত জনতার হয়ে জাতীয় মুক্তির সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানান।
এছাড়াও বক্তব্যে তিনি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকেই একজোট হয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পতাকাতলে থেকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।
পরিশেষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, লংগদু থানা শাখার সংগ্রামী সভাপতি- শ্রী সুশীল জীবন চাকমা সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।