নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৩ জন। গতকাল (১৪ সেপ্টেম্বর) এই সংখ্যা ছিল ২৬ জন। করোনাতে এখন পর্যন্ত মোট মারা গেলেন চার হাজার ৮০২ জন। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৭২৪ জন। এখন পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী মোট শনাক্ত হয়েছেন তিন লাখ ৪১ হাজার ৫৬ জন। গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৪৩৯ জন এবং এখন পর্যন্ত মোট দুই লাখ ৪৫ হাজার ৫৯৪ জন সুস্থ হয়েছেন।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে বর্তমানে ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৪ হাজার ৬৪৮ জনের আর পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫০টি। দেশে এখন পর্যন্ত মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৫৬ হাজার ৭৪৬টি।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৩ জনের মধ্যে পুরুষ ৩৬ জন আর নারী সাতজন। এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট তিন হাজার ৭৪৪ জন পুরুষ এবং এক হাজার ৫৮ জন নারী মারা গেছেন। শতকরা হিসাবে মৃতদের ৭৭ দশমিক ৯৭ শতাংশ পুরুষ আর ২২ দশমিক ০৩ শতাংশ নারী। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৩ জনেরই হাসপাতালে মৃত্যু হয়েছে।