খাগড়াছড়ি প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলার ২নং তিন্দু ইউনিয়নের মংখয় পাড়ায় (খিয়াং পাড়া) এক আদিবাসী নারীকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।
আজ (৬ মে ২০২৫) বিকাল ৪ ঘটিকার সময় শহরের মহাজন পাড়াস্থ সূর্যশিখা ক্লাব থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কোয়ারে এসে সমাবেশ অনুষ্ঠিত করে।
পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ চাকমা সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সুনয় চাকমা। উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমতি বিকাশ চাকমা; পিসিপি জেলা সভাপতি মৃনাল চাকমা; পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিশান চাকমা প্রমূখ।
বক্তারা পার্বত্য চট্টগ্রামে আদিবাসী তথা জুম্ম নারীদের উপর বহুকাল হতে চলা নিপীড়ন – নির্যাতনের, ধর্ষণ, হত্যা, শ্লীলতাহানির কথা তুলে ধরেন। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে তার একটিরও বিচার সঠিকভাবে হয়নি। প্রতিনিয়ত পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী নারীদের উপর সহিংসতা বেড়ে চলেছে। বক্তারা অবিলম্বে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান, অন্যথায় আদিবাসী ছাত্র সমাজ তথা সমগ্র তরুণ সমাজ আইন নিজেদের হাতে তুলে নেওয়ার কথা বলেন।
উল্লেখ্য যে, গত ৫ মে ২০২৫ খ্রি: বান্দরবানের থানচি উপজেলার ২নং তিন্দু ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মংখয় পাড়ার (খিয়াং পাড়া) তিন সন্তানের জননী চিংমা খিয়াং (২৯) নামের একজন আদিবাসী নারীকে অজ্ঞাত ব্যক্তি কর্তৃক জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে। জানা যায়, চিংমা খিয়াং প্রতিদিনের মতো আনুমানিক সকাল ৭.০০ ঘটিকায় নিজেদের জুমে একা কাজ করতে যান। দুপুরে কাজ শেষে বাড়ি ফেরার সময় হলে তিনি না ফিরলে পরিবারের লোকজন ও গ্রামবাসী খোঁজাখুজি শুরু করেন। এসময় তারা জুমে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পান। তা অনুসরণ করে খুঁজতে খুঁজতে আনুমানিক বিকাল ৩.০০ ঘটিকার সময় চিংমা খিয়াং এর লাশ পাওয়া যায়।
চিংমা খিয়াং গত ৪ মে ২০২৫ তারিখে জুমে যাওয়ার পথে রাস্তা নির্মাণে কাজে নিয়োজিত তিনজন বাঙালি শ্রমিককে দেখতে পেয়ে ভয়ে বাড়িতে পালিয়ে আসেন। স্থানীয়রা ধারণা করছেন তাদের কর্তৃক এই হত্যাকান্ডের ঘটনা সংঘটিত হয়েছে।