বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের দুর্গম এলাকায় দুই অস্ত্রধারী গ্রুপের সংঘর্ষে ৪জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রমতে জানা যায় নিহতরা মগপার্টির সশস্ত্র সন্ত্রাসী।
গতকাল (৫ মার্চ ২০২২) সন্ধ্যায় এ ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা যায়।
পুলিশ জানায়, আজ (৬ মার্চ ২০২২) সকালে রোয়াংছড়ি ও রুমার সীমান্তবর্তী গভীর জঙ্গলে মরদেহগুলো দেখতে পায় স্থানীয়রা। মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় এরপর স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। মরদেহগুলো উদ্ধার করা হলেও তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১১টার সময় মগপার্টির একটি সশস্ত্র দল রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের নোয়াপাড়ায় উনুমং মারমা নামে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির এক সাবেক কর্মিকে গুলি করে হত্যা করে লাশ নিয়ে যায়। মগপার্টির সন্ত্রাসীরা নৌকায় করে রুমার দিকে যাবার পথে প্রতিপক্ষ গ্রুপের হামলার মুখে পড়ে এবং দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৪ জন মগপার্টির সশস্ত্র সদস্য নিহত হয় বলে সূত্রটি জানিয়েছে। ধারণা করা হচ্ছে নিজেদের কর্মীকে হত্যার বদলা নিতে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র সন্ত্রাসীরা মগপার্টি সন্ত্রাসীদের গতি রোধ করে এবং দু’পক্ষের সংঘর্ষ বাঁধে।