সিএইচটি ভ্যানগার্ড, বান্দরবান
বান্দরবানের আলোচিত সিক্স মার্ডার ঘটনার মামলার ১নং আসামী আপাই মার্মাকে গ্রেফতার করেছে বান্দরবান রিজিয়নের অধিনস্ত বান্দরবান সেনা জোন এর একটি চৌকস দল।
গোপন সংবাদের ভিত্তিতে এই আসামীকে জামছড়ি মুখ পাড়ায় নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য যে, গত ০৭ জুলাই ২০২০ ইং তারিখে আনুমানিক সকাল ৭টার দিকে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজার পাড়ায় সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হন জনসংহতি সমিতি’র শীর্ষ দুই নেতাসহ ৬ জন। নিহতদের মধ্যে ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র সংগ্রামী কেন্দ্রীয় সহ-সভাপতি বিমল কান্তি চাকমা (প্রজিত, বিধু- ৬৮) ; কেন্দ্রীয় কমিটির সদস্য চিংথোয়াইঅং মারমা (ডেবিট- ৫৬); পিসিজেএসএস বান্দরবান জেলা কমিটির সংগ্রামী সভাপতি রতন তঞ্চঙ্গ্যাঁ (৫০); পিসিজেএসএস মহালছড়ি থানা শাখার সদস্য রবীন্দ্র চাকমা (মিলন- ৫০); যুব সমিতির সদস্য রিপন ত্রিপুরা (জয়- ৩৫) ও যুব সমিতি’র সদস্য জ্ঞান ত্রিপুরা (৩২)। আহত হন যুব সমিতি’র নিরু চাকমা ও বিদ্যুৎ ত্রিপুরা।
ঘটনার পরদিন (৮জুলাই ২০২০) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক উবামং মারমা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামায় ১০ জনের নামে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করেন। আটক আপাই মারমা এই হত্যাকান্ড মামলায় ১নং আসামী ছিলেন।
মামলার বাকী আসামীরা পলাতক রয়েছেন, আসামীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে জানা গেছে।