সিএইচটি ভ্যানগার্ড, বাঘাইছড়ি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফ’র (প্রসীত) আস্তানায় অভিযান চালিয়ে দু’টি AK-47 সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।
জানা যায়, রবিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে ইউপিডিএফ’র (প্রসীত) সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বঙ্গলতুলি ইউনিয়নের পশ্চিম জারুলছড়ি এলাকায় অভিযান চালায় ১২ বীর বাঘাইহাট জোনের একদল সেনাবাহিনী। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী সন্ত্রাসীদের উপর গুলি ছোঁড়ে। সন্ত্রাসীরাও পাল্টা গুলি ছোঁড়লে অনেক্ষণ যাবত গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে জানা যায়।
গোলাগুলির পর উক্ত আস্তানা থেকে সেনাবাহিনী ২টি AK-47, ২টি AK-47 এর ম্যাগজিন, ১৩ রাউন্ড এ্যামুনিশন, চাঁদা আদায়ের রশিদ বই, ২টি মোবাইল ফোন, ৩টি কাপড়ের ব্যাগসহ বিপুল পরিমান সামরিক সরঞ্জাম ও নথিপত্র উদ্ধার করেছে।