বাঘাইছড়ি

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের ১১ কিলোর জুম্মবি আদাম এলাকায় ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসীদের কর্তৃক যাত্রীবাহী এক গাড়ির বাঙালি চালক মারধরের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া গাড়িটিও ভাঙচুরের শিকার হয়।
গতকাল (১ মে) বিকাল আনুমানিক ৫টার দিকে রাঙ্গামাটি হতে দীঘিনালা হয়ে বাঘাইছড়ি যাওয়ার পথে জুম্মবি আদাম এলাকায় এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী গাড়ির চালকের নাম মো: জিন্নাত আলী (৩২) বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যাত্রীর ধারণা, চাঁদা আদায়কে কেন্দ্র করে এবং ঐ সড়কপথে সংঘাত উস্কে দিয়ে অচলাবস্থা সৃষ্টির লক্ষেই ইউপিডিএফ এই কাজ করেছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রাঙ্গামাটি শহর থেকে যাত্রীবাহী উক্ত গাড়ি রওনা দিয়ে দীঘিনালা অতিক্রম করে বিকাল আনুমানিক ৫টার দিকে বাঘাইছড়ি উপজেলার জুম্মবি আদাম এলাকায় পৌঁছলে ইউপিডিএফ সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল গাড়িটি আটকায়। এরপর তারা গাড়িতে থাকা সকল যাত্রীকে নামতে বাধ্য করে। এক পর্যায়ে তারা গাড়ির চালককে বেধড়ক মারধর করে এবং গাড়িতে ভাংচুর চালায়। এতে যাত্রীরা বিপাকে পড়ে যায়।
যাত্রীরা বাধ্য হয়ে অন্য একটি গাড়ি ভাড়া করে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।
পরে ইউপিডিএফ সন্ত্রাসীরা গাড়ির চালককে ছেড়ে দিলেও গাড়িটি তাদের হেফাজতে জব্দ করে রাখে বলে জানা যায়। এরপর গাড়ির চালক বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- এ চিকিৎসা গ্রহণ করেন।

আজ (২ মে) সকালে মারধরের সুষ্ঠু বিচার ও গাড়ি উদ্ধারের দাবীতে পরিবহন শ্রমিক ও বাঙালিরা বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে যাত্রীরা চরম বিপদে পড়ে যায়। প্রায় ২ ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকার পর প্রশাসনের আশ্বাসে পুনরায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
গাড়ির নাম্বার চট্টমেট্রো ব ১১৯০৭৮।