বাঘাইছড়ি প্রতিবেদক
“পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ছাত্র ও যুব সমাজ কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন” এই শ্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, বাঘাইছড়ি থানা কমিটির ৭ম যুব সম্মেলন বাঘাইছড়ি সদরের জীবঙ্গাছড়া (বাবুপাড়া) কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
নিউটন চাকমার সঞ্চালনায় সকাল ১০ ঘটিকায় শুরু হওয়া সম্মেলনে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি থানা যুব সমিতির বিদায়ী কমিটির সভাপতি এলেন চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্ঞান জীব চাকমা, সাংগঠনিক সম্পাদক, পা.চ. জনসংহতি সমিতি, রাঙামাটি জেলা কমিটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জ্ঞান প্রিয় চাকমা, সভাপতি, পা.চ.যুব সমিতি, কেন্দ্রীয় কমিটি।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পা.চ.জনসংহতি সমিতি, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহেল চাকমা, যুব সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জগদীশ চাকমা, সুরেশ কান্তি চাকমা, ধনেশ্বর চাকমা, বিনয় চাকমা, বাবুধন চাকমা, শেফালী চাকমা প্রমুখ।
সম্মেলনে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন পা.চ.পাহাড়ী ছাত্র পরিষদ, বাঘাইছড়ি থানা কমিটির সাংগঠনিক সম্পাদক সুকেশ চাকমা, যুব সমিতি কেন্দ্রীয় সদস্য ডালিম ত্রিপুরা।
সম্মেলনে বক্তারা বলেন, চুক্তি স্বাক্ষরের ২৬ বছর পরেও সরকার চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে কালক্ষেপণ করে চলেছে। যার কারণে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি দিন দিন জটিল আকার ধারণ করছে। এমতাবস্থায় জাতীয় অস্তিত্ব এবং জন্মভূমির অস্তিত্ব রক্ষার্থে মানবেন্দ্র নারায়ণ লারমার চেতনা ধারণ করে ছাত্র ও যুব সমাজের কঠোর আন্দোলনে নিজেকে নিয়োজিত করার কোন বিকল্প নেই।
সম্মেলন থেকে উপস্থিত প্রতিনিধি এবং পর্যবেক্ষকদের মতামতের ভিত্তিতে নিউটন চাকমাকে সভাপতি, আসেন্টু চাকমাকে সাধারণ সম্পাদক ও বিপর্শী চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করে ১৫ সদস্য বিশিষ্ট যুব সমিতির বাঘাইছড়ি থানার নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে নবগঠিত কমিটিকে শপথবাক্য পাঠ করান সংগঠনটির খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি সোনামনি চাকমা।