সিএইচটি ভ্যানগার্ড, রাঙ্গামাটি
বাঘাইছড়ি বিজিবি কর্তৃক শুভ চাকমাকে নির্যাতন করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং তদন্তপূর্বক দোষীদের বিচারের দাবী জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), রাঙ্গামাটি জেলা শাখা।
আজ ১২ আগস্ট ২০২৫, পাহাড়ী ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক রাকেশ চাকমা স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ১১/০৮/২০২৫ইং সোমবার রাত আনুমানিক ৯.০০ ঘটিকায় সময় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ব্যাটালিয়ান ২৭ বিজিবি জোন আওতাধীন কজইছড়ি বিজিবি সদস্যরা অবৈধ চোরাচালানের গাড়ী আসার তথ্য পেলে গাড়িটি আটকানোর জন্য ক্যাম্পের সামনের রাস্তায় ব্যারিকেড দেয়। পরে চোরাচালানের গাড়ীটি জোরে ধাক্কা দিয়ে ব্যারিকেড ভেঙে পালিয়ে যায়। এর কয়েক মিনিট পর উগলছড়ি থেকে মোটর সাইকেলে আসা দু’জন ব্যক্তি বিজিবি ক্যাম্পের সামনে আসলে রাস্তায় ফেলে দেওয়া গাছের কারণে দুর্ঘটনার কবলে পড়েন এবং শুভ চাকমা নামে একজন আদিবাসী যুবক আঘাত প্রাপ্ত হয়ে পড়ে যায়। এতে বিজিবি সদস্যরা আহত অবস্থায় শুভ চাকমাকে ধরে ফেলে।
স্থানীয়দের তথ্যমতে, শুভ চাকমাকে ধরার পর বিজিবি সদস্যরা টেনে হিচড়ে নিয়ে যায় এবং মাথা ও শরীরে ভারী বস্তু দিয়ে আঘাত করে। এরপর গুরুতর আহত অবস্থায় শুভ চাকমা (১৮) কে উদ্ধার করে স্থানীয়দের সহযোগীতায় প্রথমে বাঘাইছড়ি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে অবস্থার অবনতি হওয়ায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১.০০ ঘটিকার সময় সেখানেই মৃত্যুবরণ করেন।
