সিএইচটি ভ্যানগার্ড, খাগড়াছড়ি

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়নের কজইছড়ি ক্যাম্পের বিজিবি সদস্যদের নির্যাতনে শুভ চাকমা (১৮) নামে এক যুবকের মৃত্যুর প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নিপীড়ন বিরোধী ছাত্র ঐক্য।
আজ (১২ আগস্ট ২০২৫) বিকাল ৫ ঘটিকার সময় শহরের চেঙ্গী স্কোয়ার হতে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে সমাবেশ করে।
সমাবেশ থেকে বিচারবহির্ভূত রাষ্ট্রীয় হত্যাকান্ডের বিচারের দাবী জানানো হয়। বক্তারা শুভ চাকমা হত্যাকান্ডের তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু বিচারপূর্বক অপরাধীধের দৃষ্টান্তমূলক শাস্তির জানানো হয়। হত্যাকারী যেই হোক তাকে বিচারের কাঠগড়ায় আনার দাবী জানান বক্তারা।
বক্তারা আরো বলেন, শুধু শুভ চাকমা নয়- গত বছর (২০২৪) ১৯ সেপ্টেম্বর স্বনির্ভর এলাকায়ও রাষ্ট্রীয়বাহিনীর গুলিতে নিহত হন রুবেল ত্রিপুরা ও জুনান চাকমা। তার বিচারও আমরা পায়নি। বছর না পেরোতেই রাষ্ট্রীয়বাহিনী কর্তৃক শুভ চাকমাকে হত্যা করা পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগণের উপর চালানো দমন-পীড়নকে স্পষ্ট করে নির্দেশ করে। উক্যনু মারমা বাঙ্গালিদের উদ্দেশ্য করে বলেন- আমরা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাইলে আপনারা আমাদের বিচ্ছিন্নতাবাদী বলেন। আমি স্পষ্ট করে মেসেজ দিতে চাই- সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার দাবী কিভাবে বিচ্ছিন্নতাবাদী হয়? এই যুক্তিতো যুক্তিযুক্ত হতে পারেনা।
সমাবেশে কৃপায়ন ত্রিপুরার সঞ্চালনায় ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ (টিএসএফ) এর খাগড়াছড়ি সদর থানা কমিটির সভাপতি আকাশ ত্রিপুরার সভাপতিত্বে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হতে বক্তব্য রাখেন তুষিতা চাকমা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসসি) খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক উক্যনু মারমা প্রমূখ।