সিএইচটি ভ্যানগার্ড, বাঘাইছড়ি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়নের কজইছড়িতে বিজিবি’র নির্যাতনে শুভ চাকমা (১৮) নামে এক জুম্ম যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গিয়েছে।
জানা যায়, গতকাল (১১ আগস্ট) রাত আনুমানিক ৯ ঘটিকার সময় মারিশ্যা ব্যাটালিয়ান ২৭ বিজিবি জোন আওতাধীন কজইছড়ি বিজিবি সদস্যরা অবৈধ চোরাচালানের গাড়ী আসছে এই তথ্যের ভিত্তিতে ক্যাম্পের সামনের রাস্তায় ব্যারিকেড দেয়। পরে চোরাচালানের গাড়ীটি জোরে ধাক্কা দিয়ে ব্যারিকেড ভেঙে চলে যায়। এর কয়েক মিনিট পর উগলছড়ি থেকে মোটর সাইকেলে আসা দু’জন বিজিবি ক্যাম্পের সামনে আসলে রাস্তায় ফেলে দেওয়া গাছের কারণে দুর্ঘটনার কবলে পড়েন এবং শুভ চাকমা আঘাত প্রাপ্ত হয়ে পড়ে যায়। এতে বিজিবি সদস্যরা আহত অবস্থায় শুভ চাকমাকে ধরে ফেলে।
স্থানীয়দের তথ্যমতে, শুভ চাকমাকে ধরার পর বিজিবি সদস্যরা টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং মাথা ও শরীরে ভারী বস্তু দিয়ে আঘাত করে। এরপর গুরুতর আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হসপিটালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যুবরণ করেন।
লাশটি বাড়িতে নেওয়ার সময় কজইছড়ি ক্যাম্পে বিজিবি সদস্যরা আটকিয়ে রেখেছে বলে জানা গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো ছেড়ে দেয়নি বলে জানা গেছে।