প্রবীণ রাজনীতিবিদ বিভু রঞ্জন চাকমা’র জীবনাবসানঃ জেএসএস এর শোক

খাগড়াছড়িপার্বত্য চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)’র কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক, প্রবীণ রাজনীতিবিদ বিভু রঞ্জন চাকমা হৃদ রোগে আক্রান্ত হয়ে পরলোকলোকগমন করেছেন। গতকাল (১১ই সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে নয়টার সময় মেডিকেল সেন্টার হসপিটাল, চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন, নিয়মিত চিকিৎসকের সহায়তা নিচ্ছিলেন। চলতি বছরের মাঝামাঝি সময়ে পর পর দুই বার মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হলে চিকিৎসা নিয়ে মোটামুটি সুস্থ ছিলেন। এই মাসের শুরুতে নিয়মিত চেকাপ শেষে ফিরেছিলেন। কিন্তু গত ৮ তারিখে আবারও স্ট্রোক করলে প্রথমে খাগড়াছড়ি সদর হসপিটালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি ১৯৫১ সালের ১লা আগস্ট লংগদু উপজেলাধীন বড়াদাম গ্রামে জন্মগ্রহণ করেন। ‘৬৭ সালে রাঙ্গামাটির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক এবং রাঙ্গামাটি সরকারী কলেজে তৎকালীন সময়ে আইকম পাস করেন। সেই সময় থেকে তিনি পাহাড়ী ছাত্র সমিতির সাথে যুক্ত থেকে জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ হন।

সত্তরের দশকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গঠিত হলে তাঁর সাথে যুক্ত হয়ে একপর্যায়ে ৮১-৮২ সালের দিকে ২ নং সেক্টরে সহকারী পলিটিক্যাল সেক্রেটারির দায়িত্ব পালন করেন। ‘৮৩ সালে গৃহযুদ্ধ শুরু হলে তিনি কিছু সময়ের জন্য গেরিলা জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলেও পরবর্তীতে আবারও জনসংহতি সমিতির রাজনৈতিক শাখায় যুক্ত হয়ে কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্যের দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত ভিন্ন ভিন্ন সময়ে সংগঠনটির বিভিন্ন দায়িত্ব নিয়োজিত ছিলেন সর্বশেষ ১৩তম জাতীয় সম্মেলনের পর থেকে তিনি তথ্য ও প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

অপরদিকে, সংগঠনটির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা স্বাক্ষরিত শোক বার্তায় জানানো হয়, তাঁর প্রয়াণে জুম্ম জনগণ একজন সদা নিবেদিত, আদর্শবান ও নিঃস্বার্থ বন্ধুকে হারিয়েছে। শোক সন্তপ্ত পরিবার ও আত্মীয় স্বজনদের প্রতি সমবেদন ও সহমর্মিতা জানিয়ে বলা হয় – সংগঠন এবং জুম্ম জনগণ আত্মনিয়ণাধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানকে শ্রদ্ধার সাথে চিরকাল স্মরণ করবে।

আজ দুপুরে মধুপুর শ্মশানে তাঁর দাহক্রিয়া সম্পন্ন করা হয়। এতে সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দসহ সকল স্তরের নেতা-কর্মী এবং আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীরা শেষ বিদায় জানাতে উপস্থিত হন।

Tags: , , , ,

এই সম্পর্কিত আরও পোস্ট

ভারতের মিজোরামে ইউপিডিএফের শীর্ষ নেতা সুগত চাকমাসহ আটকঃ ৩
খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে এক ইউপিডিএফ কর্মীর মরদেহ উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu