পিসিপি নেতা দীপন চাকমা’র পিতা-মাতাকে ইউপিডিএফ (প্রসীত) কর্তৃক অপহরণঃ পরে মুক্তি

খাগড়াছড়ি

সিএইচটি ভ্যানগার্ড, দীঘিনালা প্রতিনিধি

প্রতীকি

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি দীপন চাকমার পিতা-মাতাকে ইউপিডিএফ (প্রসীতপন্থী) কর্তৃক অপহরণ করা হয়। পরে ৪ ঘন্টা আটকে রাখার পর বিভিন্ন শর্তে ছেড়ে দেয় বলে জানা যায়। তাদেরকে আটকে রাখে এবং আগামী এক সপ্তাহের মধ্যে দীপন চাকমাকে তাদের কাছে আত্মসমর্পণের সময় বেঁধে দেয়। না হলে তার (দীপন) পরিবারের সমস্যা হবে বলেও তারা হুমকি প্রদান করে।

আজ (১০ মার্চ ২০২৫) সকাল আনুমানিক ৭ঃ০০ টার দিকে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের বাঘাইছড়ি গ্রামের দোকান থেকে জোড়পূর্বক অপহরণ করে নিয়ে যায় বলে জানা যায়। তাদেরকে আটকে রাখে এবং আগামী এক সপ্তাহের মধ্যে দীপন চাকমাকে তাদের কাছে আত্মসমর্পণের সময় বেঁধে দেয়। না হলে তার (দীপন) পরিবারের সমস্যা হবে বলেও তারা হুমকি প্রদান করে।

১৯৯৭ সালে চুক্তি স্বাক্ষরের পর হতে চুক্তি বিরোধীতা করে জন্ম নেওয়া ইউপিডিএফ চুক্তি পক্ষীয় কর্মী, সমর্থক ও তাদের আত্মীয় স্বজনদের হত্যা, অপহরণসহ নানা ধরণের নির্যাতন করে যাচ্ছে। এই ঘটনাও কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। পার্বত্য চট্টগ্রামে বিগত সময়ে ইউপিডিএফ (প্রসীত) চুক্তি পক্ষীয় কর্মীদের পরিবারদের উচ্ছেদের মত জঘন্য কার্যক্রম করেছে। এই ঘটনার মধ্য দিয়ে তারা তাদের সেই চিরাচরিত চরিত্রকে উন্মোষন করেছে।

উল্লেখ্য যে, দীপন চাকমা জেএসএস সমর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার ৫ম সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হন। গতকাল (৯ মার্চ ২০২৫) চট্টগ্রামের জামালখানস্থ বৈঠকখানা কমিউনিটি হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Tags: , , , , ,

এই সম্পর্কিত আরও পোস্ট

বান্দরবানে আদিবাসী খিয়াং সম্প্রদায়ের মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকারঃ ধর্ষক গ্রেফতার
সাজেক যাওয়ার পথে ৮ পর্যটক অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu