মাটিরাঙ্গা প্রতিনিধি

“পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধীদের প্রতিহত করে চুক্তি বাস্তবায়নে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন” এই প্রতিপাদ্যে মাটিরাঙ্গা উপজেলা সদরের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ মাটিরাঙ্গা থানা ও কলেজ শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পিসিপির মাটিরাঙ্গা থানা শাখার সদস্য বিক্রম ত্রিপুরার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমর সিং চাকমা, সভাপতি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, মাটিরাঙ্গা থানা কমিটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্ঞান প্রিয় চাকমা সভাপতি, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, কেন্দ্রীয় কমিটি, যুব সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জগদীশ চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনেন্টু চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক মায়া চৌধুরী প্রমুখ।
সম্মেলনে পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতিতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ আন্দোলনে গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধীদের প্রতিহত করে চুক্তি বাস্তবায়নে ছাত্র সমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করেন।
সম্মেলন থেকে সুবীর ত্রিপুরাকে সভাপতি ও কবিশ্বর ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট মাটিরাঙ্গা থানা শাখা এবং পূর্ণময় ত্রিপুরাকে সভাপতি ও মিলন চাকমাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ঘোষণা করা হয়।