ভেনগার্ড প্রতিবেদক,
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি রাজেন্দ্র লাল চাকমা আর নেই। আজ ভোর ৫টা ৫০ মিনিটে (২০ ডিসেম্বর ২০২০) খাগড়াছড়িস্থ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। জানা যায় দীর্ঘদিন যাবৎ তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরার স্বাক্ষরিত এক শোকবার্তায় জানানো হয়, রাজেন্দ্র লাল চাকমা জনসংহতি সমিতির প্রতিষ্ঠাকালীন সময় হতে একজন সক্রিয় সদস্য ছিলেন। শান্তিবাহিনীর সশস্ত্র আন্দোলনের সময়ে তিনি যুস পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি জনসংহতি সমিতির একজন প্রত্যাগত সদস্য। তিনি সর্বশেষ ২০১৯ সালে ৪র্থ জেলা সম্মেলনের মাধ্যমে রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতির পদ লাভ করেন এবং আমৃত্যু পর্যন্ত জুম্ম জনগণের আধিকার আদায়ে একজন অগ্রণী সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
রাজেন্দ্র লাল চাকমা রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৫নং বঙ্গলতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বালুখালী গ্রামের রেবতী কুমার চাকমা (মৃত) ও নঙোবী চাকমার জ্যোষ্ঠ সন্তান। জানা যায় সন্তু লারমার দল ও প্রসীতপন্থী ইউপিডিএফের মানুষহত্যার রাজনীতির কারণে তিনি নিজ বাড়ি থেকে উচ্ছেদ হয়ে দীর্ঘদিন যাবৎ ধরে খাগড়াছড়িতে অবস্থান করতে বাধ্য হয়েছিলেন।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী ও এক ছেলে এক মেয়ে। তার মৃত্যুতে জনসংহতি সমিতিতে শোকের ছায়া নেমে এসেছে এবং তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।