পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটি পুনর্গঠন

দেশপার্বত্য চট্টগ্রাম

সিএইচটি ভ্যানগার্ড

১৯৯৭ সালের ২রা ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির ‘ক’ খন্ডের ৩ নং ধারা অনুসারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি পুনর্গঠিত হয়েছে। গত ১২ জানুয়ারি ২০২৫ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নাহিদ ইসলাম কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি পুনর্গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেনকে আহ্বায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিন সদস্য বিশিষ্ট চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির অন্য দুই সদস্য হলেন পদাধিকার বলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু) এবং ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী ও আভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন সংক্রান্ত টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা।

উল্লেখ্য যে, চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির কার্যপরিধি হচ্ছে- পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ ও তত্ত্বাবধান করা; এই চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগসহ অধঃস্তন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্তৃপক্ষের কর্ম তৎপরতার মধ্যে সমন্বয় সাধন, প্রয়োজনীয় পরামর্শ/নির্দেশনা প্রদান করা; এই চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত সমস্যাদি সমাধানকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনবোধে সরকারের নিকট সুপারিশ প্রদান করা; শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন সংক্রান্ত কার্যক্রম তত্ত্বাবধান করা; আভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসন সংক্রান্ত কার্যক্রম তত্ত্বাবধান করা।

এই প্রজ্ঞাপনে সকল মন্ত্রণালয়/বিভাগ বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত, নির্দেশনা প্রতিপালন করবে এবং তদানুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ রয়েছে।

Tags: , ,

এই সম্পর্কিত আরও পোস্ট

মহালছড়িতে পিসিপি ও এইচডব্লিউএফ’র যৌথ সম্মেলন সম্পন্ন
উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান অনুপ কুমার চাকমা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu