সিএইচটি ভ্যানগার্ড, পানছড়ি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মরাটিলা এলাকার পদ্মিনী পাড়ার বাসিন্দা দেব রঞ্জন ত্রিপুরার সৃজিত কলা বাগানের ৭ শতাধিক কলাগাছ কেটে ও উপড়ে দিয়েছে সেটেলার বাঙালিরা।
জানা যায়, গত ৪ অক্টোবর ২০২১ সকাল আনুমানিক ১০টার সময় সেটেলার মো. আনোয়ার ও মো. আব্দুল মোতালেব গংরা দলবল নিয়ে দেব রঞ্জন ত্রিপুরার রোপন করা অন্তত ৭ শতাধিক কলাগাছ কেটে ও উপড়ে ফেলে সাবাড় করে দেয়।
উল্লেখ্য যে, ২০২০ সালেও সেটেলার বাঙালিরা দেব রঞ্জন ত্রিপুরার ৫ একর পরিমাণ জায়গা বেদখলের চেষ্টা চালিয়েছিল, যা তাঁরা এখনো বেদখলের চেষ্টা করে যাচ্ছে। মো. আনোয়ার ও মো. মোতালেব গংরা গত বছর জুন মাসের শেষের দিকে দেব রঞ্জন ত্রিপুরার সৃজিত সেগুন গাছ কেটে দেয় ও জুলাই মাসের ২৬ তারিখ বিজিবি’র সহযোগিতায় তার রোপনকৃত কলাগাছ কেটে দিয়েছিল। সে সময় এর প্রতিবাদ জানিয়ে এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ করেছিল। পরে স্থানীয় মুরুব্বী ও প্রশাসনের পরামর্শে সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে দেব রঞ্জন ত্রিপুরা পার্বত্য ভূমি কমিশন বরাবরে লিখিত আবেদন করলেও কোন সুবিচার পাননি।
এরপর তিনি আবারো উক্ত জায়গায় কলার চারা রোপন করেছিলেন। সেগুলোও গত ৪ অক্টোবর সেটেলার বাঙালিরা কেটে ও উপড়ে দিয়ে ধ্বংস করে দিয়েছে।
এখানে উল্লেখ্য যে, গত দু’মাস আগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে দেব রঞ্জন ত্রিপুরা মারা যান। ফলে সেটেলার বাঙালিরা তার জায়গাটি বেদখলে আবারো তৎপর হয়ে উঠেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
পার্বত্য ভূমি কমিশন অকার্যকর ও নিষ্ক্রিয় ভূমিকার কারণে পার্বত্য চট্টগ্রামে সেটেলার বাঙালিরা প্রতিনিয়ত জুম্মদের ভূমি বেদখল করে যাচ্ছে বলে স্থানীয় অভিযোগ করেছেন। তাঁরা অতিদ্রুত পার্বত্য চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে ভূমি কমিশনকে কার্যকর করে পার্বত্য চট্টগ্রামের সকল ভূমি সমস্যা সমাধানের দাবী জানিয়েছেন।