ভেনগার্ড প্রতিবেদক, ঢাকা
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর এলাকায় দুর্বৃত্ত কর্তৃক পুষ্পা চাকমা নামক এক আদিবাসী নারীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গত ২৬ ডিসেম্বর ২০২০ রাত আনুমানিক ২টার সময় (২৭ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
তথ্যমতে জানা যায় আহত পুষ্পা চাকমা নারায়ণগঞ্জের সিনহা নামক একটি গার্মেন্টসে চাকরি করতেন। তিনি নাইট ডিউটি থেকে অফিস ছুটির পরে বাড়িতে ফেরার সময় দুর্বৃত্তদের কবলে পড়েন। প্রথমে দুর্বৃত্তরা ধর্ষণের চেষ্টা চালায়, ধর্ষণ চেষ্টা ব্যর্থ হলে দুর্বৃত্তরা পুষ্পা চাকমাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। আহত অবস্থায় স্বজনদের ফোন দিলে স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল ভর্তি করায়।
আহত পুষ্পা চাকমা খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার রাজ চাকমার স্ত্রী। তিনি তিন কণ্যা সন্তানের জননী।
বর্তমানে পুষ্পা চাকমা গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
বিশিষ্টজন ও নারী অধিকারকামীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নারীদের দিয়ে নাইট ডিউটি বন্ধ করার আহ্বান জানান। নাইট ডিউটি নারীদের জন্য নিরাপদহীন, সুতরাং এই নাইট ডিউটি প্রতিরোধে এসব কোম্পানিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান।